সন্তান, পরিবার এবং শুটিংয়ের মধ্যে সময়কে ব্যালান্স করে কাজ করব: অনুষ্কা

শুভঙ্কর চক্রবর্তী |

Nov 28, 2020 | 7:42 AM

যতদিন বেঁচে আছি চাইব, কাজ চালিয়ে যেতে। কারণ অভিনয় আমাকে হ্যাপি রাখে। বললেন Anushka Sharma

সন্তান, পরিবার এবং শুটিংয়ের মধ্যে সময়কে ব্যালান্স করে কাজ করব: অনুষ্কা
অনুষ্কা শর্মা

Follow Us

Tv9 বাংলা ডিডিটাল: বিরাট পত্নী Anushka Sharma প্রেগনেন্ট। অগাস্ট মাসে এ খবরের পর থেকে অভিনেত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে কম উত্তেজনা হয়নি। ইনস্টায় ফলোয়ার্স সংখ্যা বেড়েছে। এবং অনুষ্কাও কিন্তু বেশ ফ্লন্ট করেছেন তাঁর বেবি বাম্প।

আরও পড়ুন: মালদ্বীপের নীল জলে সেক্সি সামান্থা: দেখুন গ্যালারি

সম্প্রতি বেশ কিছু বিজ্ঞাপনের কাজও করেলেন অনুষ্কা। তবে অনুষ্কা নিশ্চিত করছেন যে প্যানডেমিকে সমস্ত রকমের সতর্কতা এবং সুরক্ষা ব্যবস্থা নিয়েই কিনি ব্র্যান্ডকে দেওয়া যাবতীয় কমিটমেন্টস তিনি রেখেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনুষ্কা তাঁর সন্তান হওয়ার পর পেশাগত জীবন নিয়ে কথা বলেন। অনুষ্কা বলেন, “মা হওয়ার পরেই আমি আবার শুটিংয়ে ফিরব। তবে তার আগে আমায় এক ব্যবস্থা করতে হবে যা আমাকে সন্তান, পরিবার এবং শুটিংয়ের মধ্যে সময়ের ব্যালান্স করতে সাহায্য করবে। যতদিন বেঁচে আছি চাইব, কাজ চালিয়ে যেতে। কারণ অভিনয় আমাকে হ্যাপি রাখে।”

প্যানডেমিকে শুটিং নিয়ে অনুষ্কা বলেন, “আমাকে নিশ্চিত হতে হয়েছিল যে সেটগুলি শুটিংয়ের জন্য কি নিরাপদ। কারণ আমি প্যানডেমিক চলাকালীন শুটিং করছি। আমি ভীষণ সাবধান ছিলাম। সমস্ত সতর্কতও নেওয়া হয়েছিল। শুটিংয়ের সময় সমস্ত সাবধানতা অবলম্বন করার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।

আমাদের মনে রাখতে হবে ভাইরাস এখনও রয়েছে এবং আমাদেরও নিউ নরম্যালে কাজ চালিয়ে যেতে। সতর্কতার সঙ্গে করোন ভাইরাসের মোকাবিলা করতে হবে। আমি ঠিক এটাই করেছি।”

আগামী বেশ কয়েকদিন অনুষ্কার শুটিং চলবে। তিনি ভীষণ এক্সাইটেড। মিসেস কোহলি বলেন, “সেটে এসে পুরো টিমের সঙ্গে দেখা হওয়া এবং তারপর শুটিংয়ের উন্মাদনা সব মিলিয়ে আমার কাছে এটা দুর্দান্ত অভিজ্ঞতা। এই বছর ইন্ডাস্ট্রির জন্য ভীষণ কঠিন ছিল। তবে এটা দেখে ভাল লাগছে যে আবার সে-ই প্যাশন এবং এনার্জির সঙ্গে কাজ শুরু হচ্ছে।

Next Article