পুরীতে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। হাফ প্যান্ট পরে স্বামী অতনু হাজরার হাতটা শক্ত করে ধরে সমুদ্রে স্নান করেছেন অপরাজিতা। ভিডিয়ো তৈরি করে তা পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। অভিনেত্রীর মনের আনন্দ আর ধরছিল না। সমুদ্রের জলে জলকেলি করতে গিয়ে তাঁকে ঢেউ টেনে নিয়ে যাচ্ছিল। হাচর পাচর করতে-করতে কোনওমতে ডানায় এসেছিলেন তিনি। তারপর দেখা যায়, হাঁটু কেটে দিয়েছে তাঁর। যন্ত্রণাও হয়েছে খুব। কিন্তু তাতে কী! অপরাজিতার কাছে তখন আনন্দটাই আসল।
সম্প্রতি শেষ হয়েছে অপরাজিতা আঢ্য অভিনীত ‘জল থৈ থৈ ভালবাসা’ সিরিয়াল। স্লট টপার থাকা সত্ত্বেও সিরিয়াল বন্ধ হওয়ার কারণে মনে কষ্ট হয়েছে অপরাজিতার। তিনি এবং সিরিয়ালের অন্যান্য শিল্পী এবং কলাকুশলীরা বাক্যহারা হয়ে গিয়েছেন। জল থৈ থৈ ভালবাসা শেষ হতেই জল থৈ থৈ পুরীর সমুদ্রে ভালবাসা উজাড় করে দিলেন অপরাজিতা। এভাবেই হয়তো সিরিয়ালের হঠাৎ বন্ধ হওয়াকে ভোলার চেষ্টা করেছেন তিনি।
‘জল থৈ থৈ ভালবাসা’ সিরিয়ালে কোজাগরী বসুর চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা আঢ্য। চরিত্রটা দারুণ মজার। ৩২ বছর বসু পরিবারকে আগলে রাখা কোজাগরী শিশুর মতো সরল। বেশি লেখাপড়া জানে না। ভাল রান্না করতে পারে এবং সক্কলকে মন ঢেলে ভালবাসতে জানে। বেশি লেখাপড়া না জানা কোজাগরীর পরিবারের জন্য আত্মত্যাগকে চিরকালই সকলে ছোট করে দেখেছে। তাই তারও সহ্যের বাঁধ ভেঙেছে ধীরে-ধীরে। ঘুরে দাঁড়ায় কোজাগরী। পরিবারের সিংহভাগ সদস্যের অমত থাকা সত্ত্বেও রান্নার ধারে ভাতের হোটেল দেয় সে। প্রতিকূলতা আসে। ৩ বছর কাটতে না-কাটতেই বিরাট ফুড চেইনের মালকিন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে কোজাগরী। দেশে-বিদেশে এর চেইন। সিরিয়াল ভালবাসাই ছড়িয়েছে, এক্কেবারে জল থৈ থৈ ভালবাসা। তাই দর্শকেরও মন খারাপ খুব।