রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডের অন্যতম চর্চিত জুটি। যাঁদের প্রেমকাহিনি চর্চার কেন্দ্রে বারে বারে জায়গা করে নিয়েছে। প্রশংসিত হয়েছে একাধিকবার। এক কথায় পারফেক্ট জুটি বললে খুব ভুল হবে না। তবে অন্দরমহলের ছবিটা কি সত্যি তাই? সত্যি কি এই জুটিকে যেমন দেখতে লাগে, তেমনটা কি বাস্তবেও? কতটা পোক্ত তাঁদের সম্পর্ক? সম্প্রতি যে ভিডিয়ো প্রকাশ্যে উঠে এলো তা দেখে চিন্তার ভাঁজ ভক্তদের কপালে। আলিয়া ভাট, জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। তিনি স্বামী রণবীর কাপুরের হাত ধরে উপস্থিত হয়েছিলেন অ্যানিম্যাল ছবির সাকসেস পার্টিতে। গোটা বলিউড যেখানে আমন্ত্রিত। সকলের সামনেই পোজ় দিয়ে ছবি তুললেন রণবীর কাপুর আলিয়া ভাট। নীল পোশাকে এদিন দারুণ লাগে অভিনেত্রীকে। পরিবারের সকলকে নিয়েই এই পার্টিতে উপস্থিত হয়েছিলেন রণবীর কাপুর। কিন্তু কোথায় কী?
সেলিব্রেশন তো দূরের কথা, আলিয়ার সঙ্গে সামান্য একটা ছবি তুলে গিয়ে যা করলেন রণবীর, তা দেখে সকলের চক্ষু চড়ক গাছ। দেখে হতবাক নেটপাড়া। আলিয়া পোজ় দিয়ে ছবি তুলতে দাঁড়ালে পাশে এসে দাঁড়ান রণবীর। স্ত্রীকে কিছু একটা প্রশ্ন করায় আলিয়া হাসি মুখে তার উত্তরও দিচ্ছিলেন। কিন্তু কোথায় রণবীর। তিনি তখন অন্যদিকে তাকিয়ে ছবি তুলতে ব্যস্ত। এখানেই শেষ নয়, এক মিনিটের মধ্যেই তিনি একা ছবি তুলবেন বলে পাশ থেকে সরে দাঁড়াতে বললেন আলিয়া ভাটকে। তিনি হাসি মুখে সরে গেলেও নেটপাড়া কিংবা আলিয়ার ভক্তরা মোটেও তা মেনে নিতে পারেননি। ফলে তাঁকে নিয়ে এখন চর্চা তুঙ্গে।
ভিডিয়ো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক কমেন্ট। কেউ লিখলেন, এভাবেই বারবার রণবীর আলিয়াকে অস্বস্তিতে ফেলেছেন। কেউ আবার লিখলেন, বারবার রণবীর এমনটাই করেন। যদিও আলিয়ার হাসিমুখ কিছুই বুঝতে দিল না এদিন।