অরিজিৎকে নিয়ে হাসাহাসি! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা মিম দেখেন গায়ক?

Aug 30, 2024 | 1:28 PM

Arijit Singh: কখনও অরিজিৎ সিং-এর কনসার্টের ক্লিপিং, কখনও আবার গায়কের ফ্রেমবন্দি হওয়া যে কোনও ছবি থেকে ভিডিয়ো চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছে। তবে তাঁকে নিয়েও মিম কম বানানো হয় না।

অরিজিৎকে নিয়ে হাসাহাসি! সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা মিম দেখেন গায়ক?

Follow Us

অরিজিৎ সিং, সিনেপাড়া মানেই এখন তাঁর ঝুলিতে একের পর এক হিট গান। যা রাতারাতি ভক্ত মনে জায়গা করে নিয়ে থাকে। কখনও তা দিয়ে বানানো হচ্ছে রিলস, কখনও আবার ভাইরাল হচ্ছে গানের ক্লিপিং। কখনও অরিজিৎ সিং-এর কনসার্টের ক্লিপিং, কখনও আবার গায়কের ফ্রেমবন্দি হওয়া যে কোনও ছবি থেকে ভিডিয়ো চর্চার কেন্দ্রে জায়গা করে নিচ্ছে। তবে তাঁকে নিয়েও মিম কম বানানো হয় না। তাঁকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঠিক কী কী রটে, তা মাঝে মধ্যেই নজরে রাখেন তিনি। এক সাক্ষাৎকারে সেই সম্পর্কে মুখ খুলতে দেখা গেল অরিজিৎ সিং-কে। তাঁকে প্রশ্ন করা হয়, ‘আপনাকে নিয়ে যে মিম বানানো হয়, আপনি দেখেন?’ অরিজিৎ হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন, তিনি দেখেনও, তিনি মজাও পান তা দেখে। এই বলে একটি মিমের কথা শেয়ারও করে নিয়েছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় একবার এক মিম ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যায় কিছু বন্ধু গাড়ি করে লং ড্রাইভে বেড়িয়েছেন। সেখানেই গাড়িতে চলছে লাউড মিউজিক। সকলেই মজা পাচ্ছিলেন। হঠাৎ একজন বলে ওঠেন, অরিজিৎ সিং-এর গান চালাতে। সামনের সিটে বসে থাকা ব্যক্তি তাতে রাজি হলেও ড্রাইভার সিটে বসে থাকা বন্ধু মোটেও রাজি হন না। তিনি বারবার অনুরোধ করতে থাকেন যাতে অরিজিৎ সিং-এর গান চালানো না হয়। তাও সানের সিটে বসে থাকা ব্যক্তিটি গান চালিয়ে দেন, তার ঠিক পড়েই আসে আসল টুইস্ট। স্টেয়ারিং ছেড়ে ড্রাইভার সিটে বসে থাকা বন্ধু নিজের প্রাক্তন প্রেমিকার নাম করে হাউ-হাউ করে কাঁদতে থাকেন। দেখে সবাই চমকে ওঠেন, ও গাড়ি ঠিক করে চালানোর অনুরোধ করেন। এই রিলসটির কথা শেয়ার হাসতে থাকেন গায়ক। তিনি বুঝেছিলেন যে তাঁর গান মন ভাঙা ব্যক্তিদের কাঁদিয়ে দিতে পারেন অনায়াসে।

Next Article