নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তদন্ত চলছে। বলিউডে মাদক যোগ কাণ্ডে উঠে এসেছে একের পর এক বলিউড সেলেবদের নাম। সারা আলি খান, দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুরদের জিজ্ঞাসাবাদের জন্য ডাক পাঠিয়েছে এনসিবি।
গত ১০ নভেম্বর বলিউড অভিনেতা অর্জুন রামপালের (Arjun Rampal) মুম্বইয়ের বাড়িতে আচমকাই হানা দিয়েছিল এনসিবি। সেখান থেকে ল্যাপটপ, মোবাইল এবং ট্যাবলেট-সহ একাধিক সামগ্রী বাজেয়াপ্ত করেন তাঁরা। অর্জুনের গাড়ির চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়। এর পরেই অর্জুন এবং তাঁর বান্ধবী গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসবাদের জন্য ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, আজ অর্জুন রামপালের বোন কোমল রামপালকে সমন পাঠায় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এর আগে ৭ জানুয়ারি কোমলকে ডেকে পাঠানো হয়। কিন্তু কোমল জানিয়ে দেন যে তিনি উপস্থিত থাকতে পারবেন না। পরিবর্তে তিনি একটি অন্য তারিখ চেয়ে নেন।
গত ১৩ নভেম্বর প্রায় সাত ঘণ্টা ধরে জেরা করা হয় অর্জুন এবং গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসকে। গ্যাব্রিয়েলাকে দু’দফায় জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা। বাজেয়াপ্ত হওয়া ওষুধ প্রসঙ্গে অর্জুন জানিয়েছিলেন, চিকিৎসকের পরামর্শে, প্রেসক্রিপশন দেখিয়েই ওষুধগুলো কেনা হয়েছিল। মাদক সেবনের অক্টোবর মাসে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে প্রথম গ্রেফতার হন গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের ভাই অ্যাগিসিল্যায়োস। এনসিবি’র তরফে জানান হয়েছিল, লোনেভালার যে বাড়িতে গার্লফ্রেন্ডের সঙ্গে থাকতেন অ্যাগিসিল্যায়োস সেখানে ০.৮ গ্রামের মতো চরস উদ্ধার করা হয়।