AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Studio 9: ‘This is Me’, অর্পিতার নতুন যাত্রা শুরু

Arpita Chatterjee: ইতিমধ্যেই এই ডকু সিরিজটি মুক্তি পেয়েছে নিউজ নাইন প্লাস অ্যাপে। এদিন তারই প্রচারে শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল জমকাল অনুষ্ঠান। আক্ষরিক অর্থেই চাঁদের হাট। উপস্থিত ছিলেন পরিচালক ওনির, অভিনেতা সুজয় প্রসাদ, টেডএক্স স্পিকার তথা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। ছিলেন এই ক্ষেত্রের আরও এক পরিচিত মুখ তথা ডিজিটাল মার্কেটিং দুনিয়ার চৈতন্য শর্মা। ছিলেন তাল বাদ্যকার রাতুল শঙ্করও।

Studio 9: ‘This is Me’, অর্পিতার নতুন যাত্রা শুরু
কী বলছেন অর্পিতা? Image Credit: TV-9 Bangla
| Edited By: | Updated on: Jun 25, 2024 | 11:56 PM
Share

Who am I? This is Me. কী মনে হচ্ছে? প্রশ্নোত্তরের আসর! মনে করলে তাই। আসলে পরিচয় যখন ‘আমি’র চেয়ে বড় হয়ে দাঁড়ায় তখন সেই পরিচয়ের ‘আমি’কে অস্বীকার করার কোনও উপায় থাকে না। এই সমাজে যাঁরা সোচ্চারে বলতে পারেন, ‘আমি আমার মতো’, তাঁদের আত্মপরিচয়ের একাল-সেকাল এবং ক্রান্তিকাল নিয়ে অভিনব তথ্যচিত্র-সিরিজ নিয়ে এল Studio 9। 

LGBTQIA+ দের জীবনের কথা নিয়ে এমন অভিনব প্রযোজনা, একইসঙ্গে অত্যন্ত সময়োযোগী বিষয়বস্তু নিয়ে তথ্যচিত্র সিরিজের শুরুয়াৎ হল এক বঙ্গ তনয়ার হাত ধরেই। তিনি অর্পিতা চট্টোপাধ্যায়। বাংলা চলচ্চিত্রে একদা সাড়া জাগানো অভিনেত্রী অর্পিতার নির্মাতা হিসাবে এই কাজ ইতিমধ্যে সাড়া ফেলতে শুরু করেছে সংশ্লিষ্ট মহলে। মঙ্গলবার কলকাতায় একটি সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে এই ডকুমেন্টরি সিরিজের নির্মাতা অর্পিতা চট্টোপাধ্যায়ের ‘This is Me’-র আত্মপ্রকাশ। নিউজ ৯ প্লাস অ্য়াপ্লিকেশনে দেখতে পাওয়া যাবে এই অভিনব সিরিজটি। 

কিন্তু, পরিচালক তো এতদিন দাপিয়ে বেড়িয়েছেন ক্যামেরার সামনে। এবার একেবারে অন্য রূপে। পরিচালক হিসাবে নতুন যাত্রা। যদিও অর্পিতা বলছেন চেনা ছকের বাইরে বেরিয়ে কাজ করার কথা, বলছেন সহজেই ক্ষান্ত না হওয়ার কথা। টিভি ৯ বাংলার মুখোমুখি হয়ে স্পষ্টতই বললেন, “আমার বন্ধুরা বলে আমি নাকি কখনও থামতে জানি না। কখনওই সন্তুষ্ট হই না। আরও কিছু করার বাসনা থেকেই যায়। আর ক্যামেরার সামনে আর পিছনটা কিন্তু আলাদা নয়। আমি অভিনেতা হিসাবে যখন কাজ করেছি তখন কিন্তু ক্যামেরার পিছনের কাজের সঙ্গেও অজান্তেই জড়িয়ে পড়েছি। আমার সব সময়ই গোটা বিষয়টা জানার ইচ্ছা ছিল।” 

প্রথম পরিচালনাতেই একেবারে সমাজের চেনা স্রোতের বাইরে থাকা মানুষদের নিয়ে কাজ! এখানেও বারেবারে নিজস্ব ভাবনা, নিজের দৃষ্টিভঙ্গি, টলিউডের বুকে নিজের হাঁটতে শেখার সময়ের কথা বলছেন অর্পিতা। হাসিমুখেই বললেন, “ওরা তো আমার পরিবারের মতো হয়ে গিয়েছে। ওদের কাছে থাকলে আমি সবথেকে নিরাপদ মনে করি। আমি সবথেকে বেশি খুশি থাকি। তাই সব সময় মনে হতো এদের জন্য যদি কিছু করতে পারি। সেই ভাবনা থেকেই এই কাজ।”  

ইতিমধ্যেই এই ডকু সিরিজটি মুক্তি পেয়েছে নিউজ নাইন প্লাস অ্যাপে। এদিন তারই প্রচারে শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল জমকাল অনুষ্ঠান। আক্ষরিক অর্থেই চাঁদের হাট। উপস্থিত ছিলেন পরিচালক ওনির, অভিনেতা সুজয় প্রসাদ, টেডএক্স স্পিকার তথা ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় প্রমুখ। LGBTQIA+ কমিউনিটির নানা আন্দোলনে প্রায়শই প্রথমসারিতে দেখতে পাওয়া যায় এই অভষেককে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এই ক্ষেত্রের আরও এক পরিচিত মুখ তথা ডিজিটাল মার্কেটিং দুনিয়ার চেনা নাম চৈতন্য শর্মা। এমন এক সন্ধ্যায় সরব উপস্থিতি ছিল তাল বাদ্যকার রাতুল শঙ্করেরও।