তিনি শাহরুখ খান। যাঁকে নিয়ে প্রথম থেকেই ভক্তদের মনে কৌতুহলের পারদ তুঙ্গে। তিনি তাঁর পরিবারের সদস্যরা প্রতিটা মুহূর্তে ঠিক কী করে চলেছেন, তা ফ্রেম বন্দি করতে মরিয়া পাপারাৎজিদের দল। কিছুই যেন ক্যামেরার নজর এড়ায় না। তাই আরিয়ান খান ও সুহানা খানের জীবনের বিশেষ ব্যক্তিরাও তালিকা থেকে বাইরে থাকলেন না। কে কার সঙ্গে ঘনিষ্ঠ, কার জীবনে কে এসেছেন, কার প্রেমে কে হাবুডুবু খাচ্ছেন, সবটাই নেটপাড়ার নখদর্পনে। তাই গোপন পার্টির ছবিও থাকল না চাপা। মাঝে মধ্যে আরিয়ান খান ও সুহানা খানকে বন্ধুদের সঙ্গে একান্তে সময় কাটাতে দেখা যায়।
প্রসঙ্গত, এই রাত পার্টিই একটা সময় আরিয়ান খানের জীবনে ঝড় তুলেছিল। মাদক কাণ্ডে জড়িয়ে ছিল নাম। যদিও তা এখন অতীত। তিনি নির্দোষ প্রমাণিত। যদিও ছন্দে ফিরতে আরিয়ানের অনেকটাই সময় লেগেছিল। বর্তমানে আবারও ফিরেছেন তিনি ছন্দে। আর তাই চর্চিত প্রেমিকার সঙ্গে মাঝে মধ্যেই পার্টি করতে দেখা যায় তাঁকে। কে সেই সুন্দরী? নাম লরিসা বনসাই।
মুম্বইয়ের এক রেস্তোরাঁতে এই পার্টির আয়োজন করা হয়েছিল। যেখানে প্রথমে সুহানা-আরিয়ান আসেন, পরবর্তীতে সেখানে লরিসাকে আসতে দেখা যায়। তালিকা থেকে বাদ পড়েননি অগস্ত্যা নন্দাও। কিছুক্ষণ পরে তাঁকেও আসতে দেখা যায় এই পার্টিতে। যেখানে সকলের নজর কেড়েছিলেন তিনি। যদিও এরা কেউই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে নেননি, সবটাই জল্পনা মাত্র।