সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন উঠেছিল ‘হ্যারি পটার’গার্ল এমা ওয়াটসন অভিনয় থেকে অবসর নিচ্ছেন। কিন্তু এই খবর একেবারেই গুজব বলে জানিয়েছেন এমার ম্যানেজার।
এই গুজবের উৎস কয়েক দিন আগে একটি পোর্টালের করা খবর। সেই খবরে বলা হয়েছিল এমা লাইমলাইট থেকে সরে যাচ্ছেন। তিনি অভিনয় জীবন থেকে অবসর নিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে ঘর-সংসার বাঁধছেন। এমা প্রায় দেড় বছর ধরে প্রেম করছেন লিও রবিনটনের সঙ্গে। এই খবর দাবানলের মত ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে যায় ফ্য়ানদের। সোশ্যাল মিডিয়ায় হামলে পড়েন তারা। সবাই এত তাড়াতাড়ি অবসর না নিতে অনুরোধ জানান এমাকে। কেউ কেউ আবার তাঁর ঘর বাঁধার স্বপ্নকে স্বাগতও জানিয়েছেন। কিন্তু শেষমেশ এমার ম্যানেজার জেসন ওয়েনবার্গ জানিয়েছেন এ-খবর একেবারেই গুজব। তিনি মজা করে বলেছেন “ এমার সোশ্যাল মিডিয়া নিষ্ক্রিয় থাকলেও ওঁর কেরিয়ার এখনও নিষ্ক্রিয় হয়ে যায়নি।”তবে এমা কবে ঘর বাঁধবেন তা নিয়ে কোনও কথা বলেননি ম্যানেজার।
everyone say thank you emma watson for gracing us with the legend that is hermione granger pic.twitter.com/Ivjq2Hm2BL
— jonah ♡ (@rogersmarvels) February 25, 2021
no more emma watson??? ???? she is one of my fav ? but it’s okay as long as she’s happy with her decision https://t.co/Jo1N731zJB
— syaa (@syaarhmn_) February 26, 2021
অনেকেই মনে করছেন এমা সোশ্যাল মিডিয়ায় নিষ্ক্রিয় না থাকলে গুজব এইভাবে দাবানলের মত ছড়িয়ে পড়ত না। এমাকে শেষ দেখা গিয়েছিল বছর দুই আগে ‘লিটল উইমেন’-এ। এমার জনপ্রিয়তা মূলত ‘হ্যারি পটার’গার্ল হিসাবেই।
আরও পড়ুন :‘মানালিতে ছাঁটতে হল’, মনখারাপ করা পোস্ট কেন কার্তিক আরিয়ানের?