অভিনেতা চন্দন সেন। এই মুহূর্তে তিনি লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় এবং পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় প্রযোজিত ‘জল থৈ থৈ ভালবাসা’ ধারাবাহিকে প্রফেসর উদ্দালোক বসুর চরিত্রে অভিনয় করছেন। এক কট্টর বাবার চরিত্র দেখা যাচ্ছে চন্দনকে। সিনেমার পর্দা হোক কিংবা সিরিয়ালের পর্দা, মঞ্চেতেও দাপটের সঙ্গে অভিনয় করেন চন্দন সেন। একটা সময় ভিলেনের চরিত্রেও অভিনয়ে সাড়া ফেলে দিয়েছিলেন চন্দন। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের ‘বাড়িওয়ালি’ ছবিতে চন্দনকে করতে হয়েছিল এক ঘনিষ্ঠ দৃশ্য অভিনয়। সেই দৃশ্যের শুটিং করার সময় সংলাপ বলতে-বলতে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে চুম্বনও করতে হয়েছিল চন্দনকে। যা করতে গিয়ে অপ্রস্তুত হতে হয়েছিল অভিনেতাকে।
২০০০ সালে মুক্তি পায় ‘বাড়িওয়ালি’ ছবিটি। ছবিটা অভিনয় করেছিলেন কিরণ খের, চিরঞ্জিত চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, চন্দন সেন, শিবপ্রসাদ মুখোপাধ্য়ায়ের অভিনেতা-অভিনেত্রীরা। একটি দীর্ঘ চুম্বনের দৃশ্য ছিল চন্দন সেনের। চুম্বনের দৃশ্যে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
চন্দন বলেছিলেন, “ঋতুপর্ণ ঘোষের চুম্বনের দৃশ্যে শুটিং করা ভারী অদ্ভুত। কেবল দেড় পাতারই চুম্বনের দৃশ্য লেখা হয়েছিল। সুদীপ্তা অভিনীত মালতি চরিত্রটি পরিচালিকার। ঝড়ের বিকেলে উঠোন থেকে জামাকাপড় কুড়তে আসছিল সে। আমাকে দেখা গিয়েছিল সুদীপ্তার প্রেমিকের চরিত্রে। সেই ঝড়ের দৃশ্যে তাঁর ঠোঁটে ঠোঁট রেখে চুম্বনরত অবস্থায় সংলাপ বলে-বলে অভিনয় করতে হয়েছিল আমার। ১২৫টি ক্যামেরা ছিল চারপাশে। কেবল তাই নয়, শুটিং লোকেশন হাজারেরও বেশি লোকের উপস্থিতি ছিল। আমাদের ক্যামেরার দিকে তাকিয়ে-তাকিয়ে একে-অপরকে চুমু চুমু খেতে হচ্ছিল। প্রস্তুত অবস্থায় শুটিং হয়েছিল সেদিন।
‘বাড়িওয়ালি’ ছবিটি জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল সেই সময়। পরিচারিকার চরিত্রে অভিনয় করে সমাদৃত হয়েছিলেন সুদীপ্তা চক্রবর্তী। পার্শ্বচরিত্রের জন্য জাতীয় পুরস্কার জিতেছিলেন সুদীপ্তা নিজে। সেটি তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।