মুম্বইয়ে বিরাট দুর্গা পুজোর প্ল্যান করেছেন ঋতুপর্ণা, সকলে বলবেন, ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!’

Sneha Sengupta |

Jul 18, 2024 | 3:47 PM

Rituparna Sengupta: মুম্বইয়ে বাঙালিদের সংখ্যা কম নয়। আমআদমি তো বটেই। তারকারাও অনেকে বাঙালি। প্রত্যেকবারই সেখানে পালিত হয় দুর্গাপুজো। এবার দুর্গাপুজোয় মুম্বইবাসীকে বিরাট বড় চমক দিতে চলেছেন টলিকুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর জন্য তিনি হাত ধরেছেন মুম্বই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন (MBCA)'-এর। মিনি ইন্ডিয়া তৈরি হবে সেখানে, ভাবতে পারছেন!

মুম্বইয়ে বিরাট দুর্গা পুজোর প্ল্যান করেছেন ঋতুপর্ণা, সকলে বলবেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি!
ঋতুপর্ণা সেনগুপ্ত।

Follow Us

কলকাতার দুর্গাপুজোকে মুম্বইয়ে আনতে তৎপর বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এবারের পুজোর অন্যতম বড় চমক এটাই হতে চলেছে মুম্বইবাসীদের কাছে। বিরাট প্ল্যান শেয়ার করেছেন ঋতুপর্ণা। তিনি জানিয়েছেন, দুর্গাপুজোর মাধ্যমে তিনি বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরতে চলেছেন। এর জন্য ‘মুম্বই বেঙ্গলি কালচারাল অ্যাসোসিয়েশন (MBCA)’-এর সঙ্গে হাত মিলিয়েছেন ঋতুপর্ণা।

Mid-dayতে প্রকাশিত খবর অনুযায়ী ঋতুপর্ণা বলেছেন, “গত দু’বছর সাফল্যের সঙ্গে দুর্গা পুজো পালন করেছে MBCA। এবার তাঁদের সঙ্গেই আমি হাত মিলিয়েছি। জাতীয় স্তরে আরও বড় করে দুর্গাপুজো করার পরিকল্পনা করেছি। গর্বা, ধুনুচি নাচ এবং দেশের অন্যান্য বড় উৎসবগুলিকে পালন করতে চাইছি। সব সম্প্রদায়ের মানুষকে একই ছাতার তলায় এনে আমরা অনুষ্ঠানটি করব। এটাই হবে জাতীয় স্তরের সবচেয়ে বড় উৎসব।”

এই অনুষ্ঠানের ভাবনাকে ‘ইন্ডিয়া ফেস্টিভ্যাল ২০২৪’র নাম দেওয়া হয়েছে। অক্টোবরের ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত পালিত হবে উৎসব। তখনই যে দুর্গাপুজো! মুম্বইয়ের BKC (Bandra Kurla Complex)-এ আয়োজিত গত দু’বছর ধরে দুর্গাপুজোয় অতিথি হয়ে এসেছিলেন ধর্মেন্দ্র, অনুপম খের, মৌনি রায়, অলতা ইয়াগনিক, অনু মালিক, মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এবার আরও বড় হচ্ছে BKC-র দুর্গাপুজো। আর হবে নাই বা কেন, এবারে মধ্যমণি যে কলকাতার কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত।

Next Article