বিয়ের সময় ধারে বৃষ্টি পড়েছিল। এবং তাই মন খারাপ হয়েছিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেত্রী। ৭ ডিসেম্বর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে বিয়ে করেছেন সন্দীপ্তা। দক্ষিণ কলকাতার একটি বিশাল বাগানে ছিল তাঁদের বিয়ের আসর। সকাল থেকে আয়োজন শুরু হয়েছিল সেই বাগানে। কোনও মতেই চাননি বৃষ্টি হোক। যে কারণে বর্ষাকালে বিয়ে করেননি সন্দীপ্তা-সৌম্য়। শীতকালকে বেছে নিয়েছিলেন সেই কারণেই। খোলা মাঠে গায়ে হলুদের আয়োজন করেছিলেন। ইচ্ছা ছিল খোলা আকাশের নীচেই বিয়ে করবেন। কিন্তু পরিকল্পনা ভেস্তে দেল। অসময়ের বৃষ্টি নষ্ট করে দিল সব প্ল্যান। মন খারাপ করে দিল অভিনেত্রী সন্দীপ্তা সেনের।
এবার একটি ছবির প্রচার করতে গিয়ে সেই দুঃখের কথা ফের প্রকাশ করেছেন সন্দীপ্তা। বলেছেন, “আমি আর সৌম্য কখনওই চাইনি বৃষ্টিতে বিয়ে করতে। কিন্তু দেখুন, আমাদের কপাল। আমাদের বিয়েতে সেই বৃষ্টিটা হলই।”
অনেক ছোট বয়সে ‘দুর্গা’ সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় পা রেখেছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। দুর্গা হিসেবে তাঁকে এত সুন্দর লেগেছিল যে, এখনও তাঁকে অনেকেই দুর্গা বলেই ডাকেন। সন্দীপ্তা বিয়ে করেছেন যাকে, সেই সৌম্য আবার একটি জনপ্রিয় ওটিটি প্লাটফর্মের উচ্চপদস্থ কর্মী। বহুদিন ধরে সম্পর্কে থাকার পর বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শেষমেশ বিয়েটা হল জাঁকজমকের সঙ্গে। প্রায় গোটা ইন্ডাস্ট্রিই এসেছিল সেই বিয়েতে। কিন্তু ফাঁক থেকে গেল সেই একটা জায়গাতেই। অনাহূতর মত হাজির হল বৃষ্টি। এবং ভেস্তে দিল অনেক পরিকল্পনাই।