Exclusive: বাংলা সিরিয়াল এবার আফ্রিকায়, বিদেশ থেকে কী বলছেন দিব্যজ্যোতির অনুরাগীরা

Dec 19, 2024 | 6:28 PM

Anurager Chhowa: কত ধারাবাহিক আসে যায়, ভিড়ের মাঝে হারিয়ে যায়, আর কিছু ধারাবাহিকের চিত্রনাট্য, অভিনয়, উপস্থাপনা দর্শক মনে নস্ট্যালজিয়া হয়ে থেকে যায়। সে 'তিথির অতিথি' হোক কিংবা 'জন্মভূমি', 'এক একাশের নীচে' হোক কিংবা 'একদিন প্রতিদিন', তালিকায় আছে এমন বহু। সেই লিস্টেই এবার জায়গা পাচ্ছে 'অনুরাগের ছোঁয়া'...

Exclusive: বাংলা সিরিয়াল এবার আফ্রিকায়, বিদেশ থেকে কী বলছেন দিব্যজ্যোতির অনুরাগীরা

Follow Us

বরাবরই বিনোদন জগতে বাংলা সিরিয়ালের কদর তুঙ্গে। বাংলা মেগা ধারাবাহিক বছরের পর বছর দর্শক মনে স্থায়ী জায়গা করে নিয়ে এসেছে। কত ধারাবাহিক আসে যায়, ভিড়ের মাঝে হারিয়ে যায়, আর কিছু ধারাবাহিকের চিত্রনাট্য, অভিনয়, উপস্থাপনা দর্শক মনে নস্ট্যালজিয়া হয়ে থেকে যায়। সে ‘তিথির অতিথি’ হোক কিংবা ‘জন্মভূমি’, ‘এক একাশের নীচে’ হোক কিংবা ‘একদিন প্রতিদিন’, তালিকায় আছে এমন বহু। সেই লিস্টেই এবার জায়গা পাচ্ছে ‘অনুরাগের ছোঁয়া’? প্রথম থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকের গল্প। TRP-র তালিকায় দীর্ঘদিন প্রথমস্থানে জায়গা করে নিয়েছে স্টার জলসার এই ধারাবাহিক। তবে এবার টিম অনুরাগের ছোঁয়া বিদেশের মাটিতেও ঝড় তুলছে। ‘আমাদের ন্যাশানাল খিলাড়ি ভেবেছেন? আমরা ইন্টার ন্যাশানাল’, ‘পুষ্পা ২’ ছবির সংলাপ অনুকরণ করে কয়েকদিন আগেই এই বার্তা দিয়েছেন প্রারব্ধি সিংহ।

বিষয়টা কী? 

‘অনুরাগের ছোঁয়া’ আগেই বাংলার গণ্ডি পেরিয়ে হিন্দিতে জায়গা করে নিয়েছে। এবার ইংরেজিতে ডাবিং করা হল ধারাবাহিক। ডেস্টিনেশন আফ্রিকা। সাউথ আফ্রিকার জনপ্রিয় ‘ড্রামা’ হয়ে উঠেছে এখন অনুরাগের ছোয়া। স্টারের চ্যানেল সম্প্রচারিত হচ্ছে এই ‘ড্রামা’। ধারাবাহিকের ট্রেলার ভাইরাল হতেই TV9 বাংলা যোগাযোগ করে গল্পের নায়ক দিব্যজ্যোতি দত্তের সঙ্গে। হাসি মুখে অভিনেতা বললেন, “ওরা ধারাবাহিককে ড্রামা বলে। জানি না অতীতে কোনও বাংলা ধারাবাহিকের এমন ডাবিং হয়েছে কি না, তবে আমার কাছে সত্যি এ এক বিশাল প্রাপ্তী। প্রথম-প্রথম আমিও অবাক হয়েছিলাম। সত্যি আফ্রিকাতে দেখছেন সকলে? অনেক মেসেজ পাচ্ছি, মনে প্রশ্ন জেগেছিল। তারপর দেখি সোশ্যাল মিডিয়ায় অনেকেই আমায় ইনবক্স করছেন, জানাচ্ছেন এই ড্রামা তাঁদের ভাল লাগছে। তাঁদের প্রফাইল খুঁজে দেখেছি সত্যি তাঁরা আফ্রিকার বাসী। অভিনেতা হিসেবে এটাই তো চাওয়া। সত্যি বলতে বিশাল কিছু আশা কখনও-ই করি না। শুধু নিজের সেরাটা দর্শকদের উপহার দিতে চেয়েছি বরাবর। এটা আমার গোটা টিমের সাফল্য। সত্যি খুব ভাল লাগছে। দর্শকদের ভালবাসাই আমাদের কাছে আশীর্বাদ। সেটা যদি দেশের গণ্ডি পেরিয়ে এভাবে ছড়িয়ে পড়ে, তাহলে আনন্দ তো হবেই। সেই ভাললাগা থেকেই পোস্ট করা।”

ধারাবাহিকের ইংরেজি নাম দেওয়া হয়েছে ‘ইউ হ্যাভ মাই হার্ট’। দিব্যজ্যোতির কেরিয়ারে এ এক মািলস্টোন বলেই তাঁর বিশ্বাস। ধারাবাহিকে এক উজ্জ্বল নাম দিব্যজ্যোতি, এই ধারাবাহিকের মাধ্যমে দর্শক মনে জায়গা আরও পাকা করে নিয়েছেন তিনি। তবে ড্রইং রুমের সুপারস্টার আন্তর্জাতিক স্তরে ভালবাসা পেয়ে আবেগে আপ্লুত। বললেন, “ভাল কাজের খিদে বাড়িয়ে তোলে এই প্রাপ্তীগুলো। নিজেকে আরও আরও ভাল অভিনেতা করে তোলার যেদটাও বেড়ে যায় বহুগুণে।”

Next Article