তিনি মা, তিনি স্ত্রী, তিনি পাক্কা পেশাদারও। তিনি ভারতী সিং। ২০২২ সালে মা হয়েছিলেন ভারতী। কোল আলো করে তাঁর ও হর্ষ লিম্বাচিয়ার সংসারে এসেছিল ছোট্ট গোলা। ছেলের বয়স এখনও দুইও অতিক্রম করেনি। এরই মধ্যে ভারতী খুঁজে পেয়ে গেলেন বৌমা! তাও আবার রিয়ালিটি শো’র মঞ্চে থেকে। কে এই খুদে? তাঁকে দেখে আনন্দে গদগদ হয়ে কী বললেন ভারতী?
শুরু হতে চলেছে নাচের রিয়ালিটি শো ‘ডান্স দিওয়ানে’। এটি এমনই এক ডান্স রিয়ালিটি শো যেখানে বয়সের কোনও সীমারেখা নেই। যে কোনও বয়সী অংশ নিতে পারেন এখানে। এই শো-তেই অংশ নিয়েছিল একরত্তি দীপান্বিতা। বয়স তার মাত্র ছয় বছর। তার নাচ, সঙ্গে মুখের অভিব্যক্তি দেখে ভারতী এতটাই মোহিত হয়ে যান বলেই ফেলেন, “আমার বাড়িতে এক গোলা রয়েছে। আর এ হল গোলি। একে আমি বাড়িতে নিয়ে যাব।” ছোট্ট দীপান্বিতাও না করেনি। সেও রাজি হয়ে যায় ভারতীর বাড়ি যেতে। সব দেখে শো’র বিচারক মাধুরীও চুপ থাকেননি। তাঁর টিপ্পনি, “ব্যস ভারতী পেয়ে গিয়েছে ওর হবু বৌমা।” ওদিকে ছোট্ট দীপান্বিতাকে দেখে নেটিজেনদের বক্তব্য, “গোলার সঙ্গে রাজযোটক। দু’জনেই যে মিষ্টি। এক্কেবারে গোলুমোলু।”
আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই নাচের রিয়ালিটি শো। শুধু দীপান্বিতাই নন ৭৩ বছরের বৃদ্ধাকেও ওই শো’য়ে দেখা যাবে নাচ করতে। যে সে নাচ নয়, আইটেম সং ‘চিকনি চামেলি’র সঙ্গে নাচ! নাচের এই মহাযুদ্ধ যে জমে উঠতে চলেছে সে বিষয়ে সন্দেহ নেই বললেই চলে। প্রসঙ্গত, মা হওয়ার মাত্র ১১ দিন পর কাজে ফিরেছিলেন ভারতী। তা নিয়ে নিন্দে কিছু কম হয়নি। যদিও ভারতী দিয়েছিলেন তাঁর নিজস্ব যুক্তি। কাজ ও সংসার দু’টিরই সমানভাবে দেখভাল করছেন তিনি। এবার বাড়তি পাওনা তাঁর আদুরে ‘বৌমা’!