ভোজপুরী অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিত, ২০২২ সালে সর্বাধিক খবরের শিরোনামে জায়গা করে নিয়েছিলেন। রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল তাঁর এম এম এস।
কেরিয়ারে বড় ধাক্কা। সেলেবদের মর্ফ ভিডিয়ো থেকে ছবি ছড়িয়ে পড়া নতুন বিষয় নয়। সাইবার ক্রাইমের আওতায় সর্বাধিক মর্ফের অভিযোগ সেলেবদের থেকেই আসে।
প্রিয়াঙ্কা পণ্ডিত প্রাথমিকভাবে সেই প্রসঙ্গে মুখ না খুললেও অবশেষ জানালেন, ভয়ানক দিনগুলো কীভাবে কাটিয়েছেন তিনি। এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল রাতারাতি।
কৃষ্ণভক্ত অভিনেত্রী অবশেষে স্থির করেন তিনি এই প্রসঙ্গে মুখ খুলবেন। তিনি জানান, যে ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে, তাতে থাকা মেয়েটি তিনি নন।
কিছু কিছু রিপোর্ট অনুযায়ী অভিনেত্রী দাবি করেছেন ভিডিয়োতে থাকা মেয়েটি তিনি নন। পাশাপাশি তিনি এও জানান, যে এই ভিডিয়ো রাতারাতি তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছে।
এই প্রসঙ্গে তিনি ২০২৩ সালেই একটি পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। যে ভিডিয়োতে দেখা যায় অশ্লীল পোজ় দিচ্ছেন তিনি।
যেখানে তাঁর শরীরের উপর অংশ উন্মুক্ত। সকলের হাতে হাতে যখন ছড়িয়ে পড়তে থাকে এই ভিডিয়ো, তখনই তাঁকে নিয়ে চর্চা শুরু হয়। কোণ ঠাসা হয়ে পড়েন তিনি।
তবে বেশিদিন চুপ থাকেননি অভিনেত্রী। তিনি স্পষ্ট করে দেন এই বিতর্কে তাঁর নাম জড়িয়ে পড়ার কারণে তিনি বেজায় কষ্ট পেয়েছেন, তাঁর কেরিয়ার শেষ হয়ে গিয়েছিল।