‘ভুল ভুলাইয়া ২’ ছবি রিলিজের তারিখ প্রকাশ্যে আসার পর, টুইটারে ট্রেন্ড করতে শুরু করল ফিল্মের দুই তারকার নাম। কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদবানি। বলিউডের ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানালেন, ছবির রিলিজের তারিখ। চলতি বছর ১৯ নভেম্বর রিলিজ হবে পরিচালক আনিস বাজমির পরবর্তী ছবি ‘ভুল ভুলাইয়া ২’।
KARTIK AARYAN – TABU – KIARA ADVANI: #BHOOLBHULAIYAA2 RELEASE DATE… #BhoolBhulaiyaa2 – starring #KartikAaryan, #Tabu and #KiaraAdvani – to release in *cinemas* on 19 Nov 2021… Directed by Anees Bazmee… Produced by Bhushan Kumar, Murad Khetani and Krishan Kumar. pic.twitter.com/H8t0ANO5qW
— taran adarsh (@taran_adarsh) February 22, 2021
২০০৭ এর ছবি ‘ভুল ভুলাইয়া’ ছবির সঙ্গে নাম মিলে গেলেও পরিচালকের কথায় এ ছবি সিকোয়েল নয়, একেবারে অরিজিনাল স্ক্রিপ্টে বোনা হয়েছে ছবির গল্প। ২০০৭-এর ছবির সঙ্গে কি মিল আছে নতুন ‘ভুল ভুলাইয়া ২’র? পরিচালক এ প্রসঙ্গে বলেন, “নাম এক হলেও, দুটো গল্পই একেবারে আলাদা। শুধু দুটো গান নেওয়া হয়েছে অরিজিনাল ছবিটি থেকে। টাইটেল গান এবং বাংলা গানটি ছাড়া গোটা স্ক্রিপ্টটি একেবারে অরিজিনাল।”
‘ভুল ভুলাইয়া’ তে ছিলেন অক্ষয় কুমার। কিন্তু এ ছবিতে তাঁর দেখা মিলবে না। আনিস বলেন, “অক্ষয় ভীষণ ব্যস্ত একজন সুপারস্টার। তা-ই ছবিতে শুধুমাত্র ক্যামিও চরিত্রে তাঁকে রাখা ন্যয়সঙ্গত হবে না। তাই অক্ষয়কে এই ছবিতে নেওয়া যায়নি। তবে, আমি নিশ্চিত যে তিনি আমাদের সকলের জন্য মঙ্গল কামনা করবেন।”
২০১৯ সালে কার্তিক আরিয়ান ‘ভুল ভুলাইয়া ২’-এর পোস্টার শেয়ার করে তিনি জানান ছবির সঙ্গে যুক্ত হতে চলেছেন অভিনেতা। সে বছরেই শুরু হয়েছিল ছবির শুটিং। ছবির একটা অংশ শুট হচ্ছে মুম্বইতে এবং তারপর হয়েছে জয়পুরে। ছবির বেশিরভাগ অংশ শুট হয়েছে রাজস্থানে।
কার্তিক আরিয়ানের হাতে এখন পর পর ছবি। ‘ধামাকা’-র শুটিং শেষ করছেন অভিনেতা। এরপরই শুরু করবেন ‘দোস্তানা২’-এর শুটিং।