অক্ষয় কুমারের সঙ্গে প্রথম আলাপ মোটেই সুখকর নয় ভূমি পেডনেকরের! কেন?

রণজিৎ দে |

Jan 26, 2021 | 7:47 PM

অক্ষয়ের সঙ্গে প্রথম আলাপের কথা বলতেই আঁতকে ওঠেন ভূমি। ঠিক কী হয়েছিল সেদিন?

অক্ষয় কুমারের সঙ্গে প্রথম আলাপ মোটেই সুখকর নয় ভূমি পেডনেকরের! কেন?
অক্ষয় কুমার এবং ভূমি পেডনেকর

Follow Us

দেখতে দেখতে বলিউডে বেশ অনেকগুলো বছর কাটিয়ে ফেললেন ভূমি পেডনেকর। ২০১৫ তে আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘দম লাগাকে হাইসা’ করে বলিউডে প্রবেশ তাঁরবলিউডে নিজের এখন জায়গা করে নিয়েছেন তিনি।

সম্প্রতি করিনা কাপুরের একটি শোএ অতিথি হয়ে এসেছিলেন ভূমি পেডনেকর। করিনাকে কেরিয়ারের শুরুর দিকের অনেক জানাঅজানার গল্প শোনাচ্ছিলেন তিনি। কথায় কথায় উঠে এসেছিল অক্ষয় কুমারের নাম। অক্ষয়ের সঙ্গে প্রথম আলাপের কথা বলতেই আঁতকে ওঠেন ভূমি। ঠিক কী হয়েছিল সেদিন?

য়লেট: এক প্রেম কথা’র শুটিংয়েই ভূমির সঙ্গে প্রথম আলাপ অক্ষয় কুমারের। প্রথম দিন প্রোটিন শেক নিয়ে শুটিংয়ে যান ভূমি। সেটে অক্ষয়ের সঙ্গে আলাপ হলে প্রথম দেখাতেই অক্ষয় একটু ধমকই দেন তাঁকে। কিছু কি ভুল করেছিল নবাগতা নায়িকা? ভূমির ‘অপরাধ’, অন্য কোনও খাবার না খেয়ে শুধু প্রোটিন শেক নিয়ে শুটিংয়ে চলে এসেছেন! এতেই বিরক্ত হন অক্ষয়। একটু ধমকের সুরেই ভূমিকে বলেন “ তোমাদের জেনারেশন স্বাস্থ্যের ভ্যালু করতে জানে না। এইসব সিন্থেটিক জিনিস খেলে বেশি দিন টিঁকতে পারবে না।” প্রথম আলাপেই সিনিয়রের ধমক খেয়ে ভয় পেয়ে যান ভূমি।

আরও পড়ুন :প্রযোজক বনি কাপুর রেগে গেলেন পরিচালক রাজামৌলির ওপর! কিন্তু কেন?

দিও করিনার শোএ অক্ষয় কুমারের ভূয়সী প্রশংসা করেছেন ভূমি। তিনি জানিয়েছেন অক্ষয় কুমারের মত সহঅভিনেতার সঙ্গে শুটিং করার মজাই আলাদা। একটা অন্য আনন্দ। ভূমি এই মুহূর্তে ‘বাধাই দো’র শুটিং নিয়ে ব্যস্ত। ‘বাধাই দো’, ‘বাধাই হো’র সিক্যুয়েল। অবশ্য এই ছবিতে আয়ুষ্মান খুরানার বদলে আছেন রাজ কুমার রাও।

Next Article