বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপর হামলার ঘটনায় মুম্বই পুলিশ ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার মুম্বইয়ের বান্দ্রা আদালত অভিযুক্তকে ৫ দিনের পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। এই ঘটনা সূত্রে পুলিশ ইতিমধ্যেই জানিয়েছে যে, সইফের ওপর হামলা আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেও হতে পারে। আদালতও এই দাবিকে উড়িতে দিতে নারাজ।
সইফের বাড়িতে যে ভয়ানক কাণ্ড ঘটে গিয়েছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে অধিকাংশেরই কপালে। পুলিশ ইতিমধ্যেই জানায়, অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক নন। তিনি বেআইনিভাবে দেশে লুকিয়েছিলেন। ছিল একাধিক হামলার ছক। সইফ আলি খানের ওপর এই আক্রমণ পূর্বপরিকল্পিত।
তদন্তে নেমে আরও অনেক দিনেই নজর রাখছে পুলিশ। আদালতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, অভিযুক্তের কাছ থেকে অস্ত্র ও অন্যান্য প্রমাণ জোগার করতে আরও বেশ কিছুটা সময় লাগবে। ইতিমধ্যেই শুরু হয়েছে দফায় দফায় জেরা। অন্যদিকে, অভিযুক্তের আইনজীবী দাবি করেন, সাধারণ মানুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটলে নাকি এতটা গুরুত্ব পেত না।
প্রসঙ্গত, বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই আক্রান্ত হন সইফ আলি খান। তাঁর উপর আক্রমণ করেন এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ছুরি দিয়ে বলিউড তারকার উপর আঘাত করেন সেই ব্যক্তি। লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সইফ আলি খানকে। ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার চলে। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুত সুস্থ হয়ে উঠছেন সইফ। আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। ধীরে ধীরে ক্ষতস্থান শুকোচ্ছে।
শনিবার পুলিশের কাছে বয়ান রেকর্ড করার সময় সেই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন সইফপত্নী করিনা কাপুর খান। অভিনেত্রী বলেন, “আক্রমণকারী মারাত্মক হিংস্র। নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়েছিল সইফের উপরে। এলোপাথাড়ি কোপাচ্ছিল।” করিনা আরও জানিয়েছেন, তাঁরা সবাই এখনও খুবই দুশ্চিন্তায়। ছোট ছেলে জেহের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ রয়েছে।