AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Salman Khan’s Big Boss House: জলমগ্ন মুম্বই, বড়সড় বিপাকে সলমন খান! ভাইজানের সঙ্গে কী ঘটল?

Salman Khan's Big Boss house effected by Mumbai Flood: জল জমেছে মুম্বইয়ের শহরতলীতে। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, আরও ভারী বৃষ্টি হবে আগামী কয়েক দিনে। এমনকী, গোটা মুম্বই জুড়ে লাল সতর্কতাও জারি করা হয়েছে। ঠিক এরই মাঝে বড়সড় বিপাকে পড়লেন বলিউডের ভাইজান সলমন খান।

Salman Khan's Big Boss House: জলমগ্ন মুম্বই, বড়সড় বিপাকে সলমন খান! ভাইজানের সঙ্গে কী ঘটল?
| Updated on: Aug 20, 2025 | 2:50 PM
Share

একটানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই। লাগাতার বৃষ্টির কারণে জলমগ্ন প্রায় গোটা মুম্বই। জল জমেছে মুম্বইয়ের শহরতলীতে। এরই মধ্যে হাওয়া অফিস জানিয়েছে, আরও ভারী বৃষ্টি হবে আগামী কয়েক দিনে। এমনকী, গোটা মুম্বই জুড়ে লাল সতর্কতাও জারি করা হয়েছে। ঠিক এরই মাঝে বড়সড় বিপাকে পড়লেন বলিউডের ভাইজান সলমন খান।

তা কী ঘটল ভাইজানের সঙ্গে?

বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ২৪ আগস্ট বিগ বস ১৯-এর ঘরে মুম্বইয়ের নানা মিডিয়া হাউজের যাওয়ার কথা ছিল। সেভাবেই সাজানো হয়েছিল সলমনের কর্মসূচী। কিন্তু মুম্বইয়ের বন্য়া পরিস্থিতির কারণে আপাতত, বাতিল হয়েছে বিগ বসের কর্মসূচী। জিও হটস্টারের তরফ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, বৃষ্টির কারণে বিগ বসের সমস্ত কর্মসূচী আপাতত বাতিল করা হল। বন্যা পরিস্থিতি ঠিক হলে তবেই ফের শুরু করা হবে বিগবসের কর্মসূচী।

জানা গিয়েছে, আচমকা এই কর্মসূচী বাতিল হওয়ায়, সলমন খানের অন্যান্য কর্মসূচীও ঘেঁটে গিয়েছে বলে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, এই বন্যা পরিস্থিতির কারণে সলমনের আগামী ছবির শুটিংও বিপাকে পড়েছে।

এমনিতেই সলমন খানের কাঁধে বিষ্ণোই গ্যাংয়ের প্রাণনাশের হুমকি। তার উপর বার বার শুটিংয়ের কাজও বিঘ্নিত হচ্ছে সলমনের। এরই মাঝে মুম্বইয়ের বন্যা পরিস্থিতি প্রভাব ফেলল সলমনের আগামী সিনেমার শুটিংয়ে। এমনকী, একটানা বৃষ্টি সলমনের বিগবসের নতুন সিজনের কাজের গতিকেও স্লথ করে দিল।

জানা গিয়েছে, এই বন্যা পরিস্থিতিতে সলমন রয়েছেন মুম্বইয়ে তাঁর বাড়ি গ্যালাক্সিতেই। মূলত, সলমন তাঁর নতুন ছবির শুটিং করছিলেন রাতে। সেটাও নাকি আপাতত স্থগিত রেখেছেন বলিউডের দাবাং খান।