অভিনেতা সঞ্জয় দত্ত পাড়ি দিয়েছেন বিহারে। সেখানে এক মন্দিরে তাঁকে দেখা যায় পুজো দিতে। কিন্তু কেন হঠাৎ বিহারে গেলেন সঞ্জয়? হিন্দু বাবা এবং মুসলমান মায়ের সন্তান তিনি। বাবা ছিলেন অভিনেতা সুনীল দত্ত এবং মা ছিলেন অভিনেত্রী নার্গিস। নার্গিস যখন মারা যান, তখন সিনেমায় পা রাখেননি সঞ্জয়। ২০০৫ সালে মৃত্যু হয় তাঁর বাবা সুনীলের। বাবা-মায়ের মৃত্যুর পর কোনওদিনও গয়ায় গিয়ে পিণ্ড দান করেননি সঞ্জয়। সেই অপূর্ণ কাজ সম্পন্ন করতেই বিহারের গিয়েছিলেন সঞ্জুবাবা।
খুবই নিষ্ঠাভরে পুজো করেছেন অভিনেতা। যে পুরোহিত তাঁকে পিণ্ডদান করতে সাহায্য করেছিলেন, তিনি বলেছেন, “অত্যন্ত নিষ্ঠাভরে বাবা-মায়ের পিণ্ডদান করেছেন সঞ্জয়। তাঁর ভক্তি দেখে আমি অবাক হয়ে গিয়েছি। পিণ্ডদানের সময় সঞ্জয়ের চোখ থেকে জল পড়ছিল। বুঝতে পারছিলাম তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন। এত বড় মানুষকে এত কাছ থেকে দেখে আমরা সকলে অভিভূত হয়েছি।”
এদিকে গয়ায় সঞ্জয়ের মতো তারকার পদার্পণের খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে শহরটায়। মানুষের ঢল নামে তাঁকে দেখার জন্য। সঞ্জয় দত্ত একটি বিতর্কের নাম। মহিলা সঙ্গ, ড্রাগে ডুবে থাকা, রিহ্যাবে যাওয়া, জেলের ঘানি টানা এই অভিনেতা চিরকালই আলোচনার কেন্দ্রে থেকেছেন। কিন্তু একটা বিষয়, মানুষ তাঁকে অত্যন্ত ভালবাসে। সঞ্জয় একজন ভাল মনের মানুষ। জীবনে প্রচুর ভুল করেছেন। কিন্তু সেই ভুলের জন্য তাঁকে মানুষ ঘৃণা করেছেন কম। রাজকুমার হিরানী পরিচালিত ‘সঞ্জু’ ছবিতে রণবীর কাপুর তাঁর চরিত্রে অভিনয় করেছিলেন খুব সুন্দরভাবে। সেই ছবিতে সঞ্জয় দত্তের জীবনের নানা কথা উঠে আসে। উঠে আসে তাঁর বাবা-মা নার্গিস এবং সুনীলের কথাও। মাকে অসম্ভব ভালবাসতেন সঞ্জয়। ‘সঞ্জু’ ছবিতেই দেখানো হয়েছিল সঞ্জয়ের প্রথম অভিনীত ছবি ‘রকি’ মুক্তি পাওয়ার ঠিক আগেই ক্যানসারে আক্রান্ত নার্গিস মারা যান। তারপর থেকে বাবা সুনীলই তাঁকে আগলে রাখেন। সেই বাবা-মায়ের জন্য আরও একবার চোখের জল ফেললেন সঞ্জয়।