রাধিকার সঙ্গে নগ্ন দৃশ্যে অভিনয়ের ঠিক আগের মুহূর্তের কথোপকথন ফাঁস করলেন আদিল
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদিল বলেন, "রাধিকাকে আমি জিজ্ঞাসা করি, এই দৃশ্যে অভিনয়ের ব্যাপারে ওর বয়ফ্রেন্ডের প্রতিক্রিয়ার ব্যাপারে। ও আমায় উত্তর দেয় আমি বিবাহিত।" রাধিকাও পাল্টা আদিলকে প্রশ্ন করেছিলেন তাঁর স্ত্রীর প্রতিক্রিয়ার ব্যাপারে...আদিল উত্তর দেন, "কোনও সমস্যা নেই।"

পার্চড– বলিউডের অন্যতম বিতর্কিত ছবি। একঝাঁক দক্ষ অভিনেতা, একই সঙ্গে বিতর্কিত কিছু দৃশ্য। সমাজের জ্বলন্ত বিষয় এবং কিছু অদেখা সমস্যাকে সেলুলয়েডের পর্দায় নিয়ে এসে রাতারাতি আলোড়ন সৃষ্টি করেছিলেন পরিচালক লীনা যাদব। ওই ছবিতেই আদিল হুসেনের সঙ্গে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন রাধিকা আপ্তে। ছিল নগ্ন দৃশ্যও। ওই সব ঘনিষ্ঠে দৃশ্যে অভিনয়ের ঠিক আগে কী কথোপকথন হয়েছিল আদিল-রাধিকার? ফাঁস হল তাঁদের কথাবার্তা। ফাঁস করলেন আদিল নিজেই।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আদিল বলেন, “রাধিকাকে আমি জিজ্ঞাসা করি, এই দৃশ্যে অভিনয়ের ব্যাপারে ওর বয়ফ্রেন্ডের প্রতিক্রিয়ার ব্যাপারে। ও আমায় উত্তর দেয় আমি বিবাহিত।” রাধিকাও পাল্টা আদিলকে প্রশ্ন করেছিলেন তাঁর স্ত্রীর প্রতিক্রিয়ার ব্যাপারে…আদিল উত্তর দেন, “কোনও সমস্যা নেই।”
চরিত্রের প্রয়োজনে নগ্ন দৃশ্যে অভিনয় যে সত্যিই আদিল এবং তাঁর স্ত্রীর সম্পর্কে সমস্যা হয়ে দেখা দেয়নি সে কথাই সংবাদমাধ্যমকে জানিয়ে আদিল বলেন, “আমার স্ত্রী আমার পেশাকে সম্মান করেন। আমার আচার-ব্যভারের প্রতি তাঁর সম্পূর্ণ আস্থা রয়েছে। থিয়েটার যখন করতাম তবে থেকে দু’জন দু’জনকে চিনি। ও জানে আমি কেন একজন অভিনেতা…।”
আরও পড়ুন-‘মাম্পি’ নন, নিভৃতবাসে রাহুলের জীবনে ফিরলেন প্রিয়াঙ্কা!
মাস খানের আগে ওই ছবিতে ওই চরিত্র নিয়ে মুখ খুলেছিলেন রাধিকাও। তথাকথিত চোখ ধাঁধান ফিগারের অধিকারী না হওয়া রাধিকাকে সময় অনেকেই বলেছিল কৃত্তিম উপায়ে শরীরে গঠনে পরিবর্তন আনার কথা। তিনি রাজি হননি, তবে শরীর নিয়ে কোথাও না কোথাও গিয়ে এক অজানা আশঙ্কা কাজ করত তাঁর মনে। তাঁর কথায়, “ওই রকম একটা চরিত্র সত্যিই দরকার ছিল আমার। বলিউডে সবসময় তোমাকে বলা হয় নিজের শরীর নিয়ে তুমি কীভাবে কী করতে পার…কিন্তু আমি প্রথম থেকেই আমার সিদ্ধান্তে অটল ছিলাম। নিজের শরীরকে কোনওভাবেই বদলে ফেলব না আমি।”





