Aarav Kumar: নিজের থেকে ৯ বছরের বড় এই বিবাহিত অভিনেত্রীর সঙ্গে প্রেমে হাবুডুবু খাচ্ছেন আরভ
Akshay Khanna: আরভের প্রেমজীবন নিয়ে নানা কথা। সম্প্রতি জানা গিয়েছে, তাঁর গোপন ক্রাশের কথা। সেই নারীও স্টারকিড, কিন্তু আরভের থেকে ৯ বছরের বড়। তিনি কে বলুন তো?
অনেকটা বড় হয়ে গিয়েছে আরভ কুমার। তাঁর এখন ২০ বছর বয়স। তিনি বলিউড সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমার এবং টুইঙ্কল খান্নার একমাত্র পুত্র। তাঁদের কন্যা সন্তানের নাম নিতারা। দুই স্টারকিডই এখন অনেকটা বড় হয়ে গিয়েছেন। এখন জানা যাচ্ছে, আরভের প্রেমজীবন নিয়ে নানা কথাও। সম্প্রতি জানা গিয়েছে তাঁর গোপন ক্রাশের কথা। সেই নারীও স্টারকিড, কিন্তু আরভের থেকে ৯ বছরের বড়। তিনি কে বলুন তো?
আরভ যাঁর সঙ্গে ডেটে যেতে আগ্রহী, তিনি ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন, তাঁর স্টারকিড হওয়ার কোনও দরকার ছিল না। কারণ, তিনি তাঁর বিখ্যাত মা-বাবার পরিচয়কে ছাপিয়ে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করে ফেলেছেন ইতিমধ্যেই। বাণিজ্যিক ছবিতে তাঁর আগমন ঘটলেও, অন্য ধারার, অন্য স্বাদের একের পর-এক ছবিতে অভিনয় করেছেন এবং হয়ে উঠেছেন একশো কোটি ক্লাবের সদস্য়া।
এই স্টার কন্যা কে জানেন? তিনি আলিয়া ভাট। আরভের তাঁকে মনে ধরেছে অনেক দিন থেকেই। আলিয়া তাঁর চেয়ে বয়সে ৯ বছরের বড়। তাই আর কোনও নারীর সঙ্গে নয়, আলিয়া ভাটের সঙ্গেই ডেটে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আরভ। কেবল তাই নয়, আরভ মনে করেন, আলিয়াই এই ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেত্রী। তাঁর ছবি মুক্তি পেলে সবার আগে ফার্স্ট ডে, ফার্স্ট শোয়ের টিকিট কাটেন অক্ষয়-পুত্র।
২০২২ সালের ১৪ এপ্রিল তাঁর পাঁচ বছরের প্রেমিক অভিনেতা রণবীর কাপুরকে বিয়ে করেছিলেন আলিয়া। তার ঠিক দু’মাস পরে জানা যায়, অন্তঃসত্ত্বা আলিয়া। একাংশের নেটিজ়েন ধরেই নিয়েছিলেন, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হওয়ার কারণে তড়িঘড়ি বিবাহের সিদ্ধান্ত নিয়েছেন দুই তারকা। ৬ নভেম্বর এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন আলিয়া।