Alia Bhatt Relationship: আলিয়ার জীবনে পুরুষ, রণবীরের সতীন সংখ্যা কত জানেন!

Bollywood Relationship: রণবীর একাই নন, আলিয়ার অতীত ঘিরেও জড়িয়ে একাধিক সম্পর্কের ঝড়।

| Edited By: | Updated on: Mar 15, 2022 | 1:02 PM
একে তো সোলোব কিড, তার ওপর হটস্টার, আলিয়া ভাট মানেই প্রতিটা ফ্রেমে জড়িয়ে থাকা সেলেব লুকে পুরুষ মনে ঝড় তোলা এক অন্য আবেদনের নাম।

একে তো সোলোব কিড, তার ওপর হটস্টার, আলিয়া ভাট মানেই প্রতিটা ফ্রেমে জড়িয়ে থাকা সেলেব লুকে পুরুষ মনে ঝড় তোলা এক অন্য আবেদনের নাম।

1 / 7
আলিয়া ভাট বরাবরই নিজের স্টাইল ও লুক নিয়ে পারফেক্ট, আর তারি টানে বারে বারে একাধিক সম্পর্ক উঁকি মেরেছে এই সেলেবের জীবনে। ফলে বলাই চলে যে রণবীর একাই নন, আলিয়ার অতীত ঘিরেও জড়িয়ে একাধিক সম্পর্কের ঝড়।

আলিয়া ভাট বরাবরই নিজের স্টাইল ও লুক নিয়ে পারফেক্ট, আর তারি টানে বারে বারে একাধিক সম্পর্ক উঁকি মেরেছে এই সেলেবের জীবনে। ফলে বলাই চলে যে রণবীর একাই নন, আলিয়ার অতীত ঘিরেও জড়িয়ে একাধিক সম্পর্কের ঝড়।

2 / 7
রমেশ দুবে- প্রেমের সম্পর্কে স্কুলেই হাতেখড়ি ঘটে আলিয়ার। বি-টাউনের গুঞ্জণ অনুযায়ী তাঁর জীবনে প্রথম প্রেমিক হলেন রমেশ দুবে। তাঁরা একসঙ্গে হাইস্কুলে পড়তেন।

রমেশ দুবে- প্রেমের সম্পর্কে স্কুলেই হাতেখড়ি ঘটে আলিয়ার। বি-টাউনের গুঞ্জণ অনুযায়ী তাঁর জীবনে প্রথম প্রেমিক হলেন রমেশ দুবে। তাঁরা একসঙ্গে হাইস্কুলে পড়তেন।

3 / 7
আলি দাদারকার- কোনো সেলেব কিড তিনি নন, বা পরিচিত মুখও তিনি নন। অভিনয় জগতে পা রাখার আগেই তিনি সম্পর্কে জড়িয়ে ছিলেন এই ব্যক্তির সঙ্গে।

আলি দাদারকার- কোনো সেলেব কিড তিনি নন, বা পরিচিত মুখও তিনি নন। অভিনয় জগতে পা রাখার আগেই তিনি সম্পর্কে জড়িয়ে ছিলেন এই ব্যক্তির সঙ্গে।

4 / 7
সিদ্ধার্থ মালহোত্রা- এই সম্পর্কের কথা কম বেশি অনেকেই জানেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রথম অভিনয়ে হাতেখড়ি, তবে থেকেই সামনে এসেছিল সম্পর্কের গুঞ্জণ, তবে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি।

সিদ্ধার্থ মালহোত্রা- এই সম্পর্কের কথা কম বেশি অনেকেই জানেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রথম অভিনয়ে হাতেখড়ি, তবে থেকেই সামনে এসেছিল সম্পর্কের গুঞ্জণ, তবে সেই সম্পর্ক খুব বেশিদিন স্থায়ী হয়নি।

5 / 7
কেলভিন মিত্তল- এই নামটির সঙ্গে হয়তো অনেকেরই পরচয় নেই, তবে কেরিয়ারের শুরুর দিকে এই ব্যবসায়ীর পুত্রকেই ডেট করতেন আলিয়া ভাট। টেলিকম সংস্থার কর্ণধারের পুত্রের সঙ্গে সম্পর্কও খুব বেশিদিন স্থায়ী হয় না।

কেলভিন মিত্তল- এই নামটির সঙ্গে হয়তো অনেকেরই পরচয় নেই, তবে কেরিয়ারের শুরুর দিকে এই ব্যবসায়ীর পুত্রকেই ডেট করতেন আলিয়া ভাট। টেলিকম সংস্থার কর্ণধারের পুত্রের সঙ্গে সম্পর্কও খুব বেশিদিন স্থায়ী হয় না।

6 / 7
অবশেষে তালিকায় আসে রণবীর কাপুরের নাম। ঝড়ের বেগে এই সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। ২০১৯ সাল থেকেই খুল্লাম খুল্লা প্রেমে ডুব দিয়েছেন তাঁরা। এরপর আর ফিরে তাকাননি এই দুই জুটি। অতীত ভুলে বর্তমানে দিব্য আছেন সেলেব জুটি।

অবশেষে তালিকায় আসে রণবীর কাপুরের নাম। ঝড়ের বেগে এই সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। ২০১৯ সাল থেকেই খুল্লাম খুল্লা প্রেমে ডুব দিয়েছেন তাঁরা। এরপর আর ফিরে তাকাননি এই দুই জুটি। অতীত ভুলে বর্তমানে দিব্য আছেন সেলেব জুটি।

7 / 7
Follow Us: