Aryan Khan: মাদক মামলায় নাম জড়ানোর পর প্রথম সোশ্যাল পোস্ট, আরিয়ানকে দেখা মাত্রই কী আদেশ দিলেন কিং খান

Shah Rukh Khan: আরিয়ান হাজির সোশ্যাল মিডিয়ায়, দেখে কী বললেন শাহরুখ খান!

Aryan Khan: মাদক মামলায় নাম জড়ানোর পর প্রথম সোশ্যাল পোস্ট, আরিয়ানকে দেখা মাত্রই কী আদেশ দিলেন কিং খান
আরিয়ান খান।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 22, 2022 | 11:12 PM

বলিউডে মাদক মামলায় সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই উঠেছিল ঝড়। সেলেব মহলের নানা নাম উঠে আসতে দেখা গিয়েছিল তালিকায়। রিয়া চক্রবর্তীর দেওয়া নথী অনুযায়ী ২৫ জন পেয়েছিলেন ডাক। তবে সেই মামলার বছর ঘুরতেই বড় খবর এসেছিল সামনে। খোদ কিং খানের পুত্রের নাম জড়িয়ে গিয়েছিল এই তালিকায়। ক্রুজ পার্টিতে হাতেনাতে ধরা পড়েছিলেন আরিয়ান খান। সেখানেই নাকি তাঁর সঙ্গে মিলেছিল মাদক। যদিও সেই তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছিলেন তিনি। হয়েছিল জেলও। শুটিং-এর সমস্ত সিডিউল বাতিল করে শাহরুখ খান তড়িঘড়ি ফিরেছিলেন ছেলের কাছে।

তারপর চর্চায় নানা প্রসঙ্গ একে একে উঠে আসতে থাকে। ঝড়ের গতিতে তা হয়ে যায় ভাইরাল। মাদক মামলায় জড়িয়ে আরিয়ানের রাতারাতি বদলে গিয়েছিল লাইফ। আর সেই সুবাদেই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন খান পুত্র। তবে ছয় মাস যেতে না যেতেই কথা রাখেন কিং খান। সব বিতর্কে জল ঢেলে তিনি প্রমাণ করেন আরিয়ান নির্দোশ। কোর্ট থেকে তাঁকে বেকসুর খালাস করা হয়। তবে খবর মিলেছিল স্বাভাবিক জীবনে ফিরতে নারাজ আরিয়ান। তিনি নাকি সেভাবে কারুর সঙ্গে কথা বলছে না।

View this post on Instagram

A post shared by Aryan Khan (@___aryan___)

তবে উল্টো ছবিটাও ছিল বর্তমান। কয়েকদিন আগেই সামনে এসেছিল আরিয়ান খানের পার্টি করার ভিডিয়ো। হাতে ছিল পানীয়। যদিও এবার নেটপাড়া তা নিয়ে কোনও মন্তব্য করেনি। ফলে অপমান অবমাননার গ্লানি কাটিয়ে এখন যে স্বাভাবিক ছন্দে ফিরছেন আরিয়ান খান, তা প্রমাণ হয়ে যায়। এবার আরিয়ানের লক্ষ্যে কেরিয়ার। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি কিছুতেই ফেরেননি গত কয়েকমাসে। এবার মাদক মামলার পর প্রথম সোশ্যাল পোস্ট করতেই তা ভক্তদের নজর কাড়ল। খানের তিন সন্তান এক ফ্রেমে। সুহানা, আহ্রাম ও সুহানা, ছবি শেয়ার করে নিলেন আরিয়ান। ক্যাপশনে লিখলেন হ্যাট্রিক। মুহূর্তে ভাইরাল এই পোস্ট। তবে সব থেকে যা নজর কাড়ল তা হল শাহরুখ খানের কমেন্ট। কিং খান লিখলেন, এই ছবি কেন তাঁর কাছে নেই। তড়িঘড়ি যেন পাঠান হয় তাঁকে।