Gautam Gambhir: রক্ত শূন্যতায় ভুগছে কেন ভারতের টপ অর্ডার? গম্ভীর কী করছে, বলে দিলেন প্রাক্তন

India vs Australia 3rd Test: বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন ভারত কার্যত মুখ থুবড়ে পড়েছে। যা পরিস্থিতি, রোহিত শর্মার টিমকে এখন প্রার্থনা করতে হচ্ছে, বৃষ্টি যেন বাঁচিয়ে দেয় গাব্বায়। ভারতীয় ব্যাটিং বারবার মুখ থুবড়ে পড়ছে কেন অজ়ি বোলিংয়ের সামনে, তা নিয়ে কথা উঠে গিয়েছে।

Gautam Gambhir: রক্ত শূন্যতায় ভুগছে কেন ভারতের টপ অর্ডার? গম্ভীর কী করছে, বলে দিলেন প্রাক্তন
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Dec 16, 2024 | 4:00 PM

কলকাতা: সব ভুলে পরিকল্পনা ছিল সামনে তাকানোর। কার্যক্ষেত্রে অ্যাডিলেডের পর গাব্বাতেও ব্যাটিং বিপর্যয়ের মুখে ভারত। যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ— কেউই আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়ার সামনে বুক চিতিয়ে দাঁড়াতে পারেননি। ব্যতিক্রম একা লোকেশ রাহুল। বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন ভারত কার্যত মুখ থুবড়ে পড়েছে। যা পরিস্থিতি, রোহিত শর্মার টিমকে এখন প্রার্থনা করতে হচ্ছে, বৃষ্টি যেন বাঁচিয়ে দেয় গাব্বায়। ভারতীয় ব্যাটিং বারবার মুখ থুবড়ে পড়ছে কেন অজ়ি বোলিংয়ের সামনে, তা নিয়ে কথা উঠে গিয়েছে। কোচ গৌতম গম্ভীরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।

মঞ্জরেকর বিখ্যাত সমালোচনা করার জন্য। অনেক ক্ষেত্রেই তা নিয়ে বিতর্কও হয়েছে। তাতেও তিনি থামেননি। এ বার ভারতীয় টিমে গম্ভীরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তাঁর সোজা কথা, ‘আমার মনে হয় সময় এসেছে, ভারতীয় টিমে ব্যাটিং কোচের ভূমিকা পর্যালোচনা করার। কেন কিছু ক্রিকেটারের মারাত্মক ভুল দিনের পর দিন থেকে যাচ্ছে, তা ভাবতে হবে।’ মাত্র দু’লাইন লিখেছেন টুইটারে, তাতেই রীতিমতো আগুন জ্বলে গিয়েছে। একে গম্ভীরের কোচিং স্টাইল খুব একটা সমর্থন পাচ্ছে না ক্রিকেট মহলে। রাহুল দ্রাবিড়ের পরবর্তী কোচ হিসেবে তিনি কার্যত ব্যর্থ, এ কথাও বলে দিচ্ছেন কেউ কেউ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ হারের পর আরও বেশি কথা উঠতে শুরু করে দিয়েছে। অস্ট্রেলিয়া সফর গম্ভীরের কাছে অগ্নিপরীক্ষা। এই সফরে ভরাডুবি অব্যহত হলে গম্ভীরের পক্ষে কিন্তু চাকরি বাঁচানো মুশকিল হবে।

মঞ্জরেকর বেশ কিছু ব্যাটারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেও মূল তির আসলে বিরাট কোহলির দিকে। অ্যাডিলেডের দুই ইনিংসে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছিলেন। গাব্বাতেও উইকেটের পিছনেই ক্যাচ দিয়ে ফিরেছেন। এ বার জস হ্যাজলউডের বলে আউট। বিরাট পারথ টেস্টে সেঞ্চুরি করেছিলেন। তারপর তিনটে ইনিংসে টানা ব্যর্থ। চাপ যে তাঁর উপর বাড়ছে সন্দেহ নেই। বিরাট কেন বারবার উইকেটের পিছনে আউট হচ্ছেন, তা নিয়েই প্রশ্ন মঞ্জরেকরের। গম্ভীর তাঁর আউট হওয়ার ধরন নিয়ে কি কাজ করছেন না? যদি করে থাকেন, তা হলে আবার কেন ব্যর্থ?