VIDEO: নাগা সন্ন্যাসীদের রুদ্র রূপ! ত্রিশূল নিয়ে তেড়ে গেল, তুলে আছাড় সবকিছু, হঠাৎ কী এমন ঘটল মহাকুম্ভে?
Naga Sadhu: নাগা সাধুরা একটু বেশি রাগী হিসাবেই পরিচিত। তবে সহজে তারা বচসা বা অশান্তিতে জড়ান না। কিন্তু প্রয়াগরাজে মহাকুম্ভে এমনই এক ঘটনা ঘটল যে ক্রোধে ফেটে পড়লেন নাগা সাধুরা। কী হয়েছিল ঠিক?
প্রয়াগরাজ: মহাকুম্ভে নাগা সাধুদের রুদ্ররূপ। হাতের সামনে যা পেলেন, তাই-ই তুলে আছাড় মারলেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। কিন্তু কেন এত রেগে গেলেন নাগা সন্ন্যাসীরা? কেউই বা সবকিছু ভাঙচুর করতে উদ্যত হলেন?
নাগা সাধুরা একটু বেশি রাগী হিসাবেই পরিচিত। তবে সহজে তারা বচসা বা অশান্তিতে জড়ান না। কিন্তু প্রয়াগরাজে মহাকুম্ভে এমনই এক ঘটনা ঘটল যে ক্রোধে ফেটে পড়লেন নাগা সাধুরা। কী হয়েছিল ঠিক?
‘কুম্ভমেলা আসলে কুসংস্কার, অন্ধবিশ্বাস’- এমন প্রচার চলছিল। বিভিন্ন পোস্টার, প্ল্যাকার্ড লাগানো মেলায়। আচার্য প্রশান্তের বুকস্টলের কাছে পোস্টার হাতে কুম্ভমেলার বিরোধিতার করে প্রচার করছিলেন। মাইকিংও করা হচ্ছিল। এই কথা কানে যেতেই মেজাজ হারান নাগা সাধুরা।
मकर संक्रांति के अमृत स्नान में कुछ लोग अपनी तुच्छ मानसिकता का प्रदर्शन करते हुए महाकुंभ मेला में पोस्टर लेकर खड़े थे कि महाकुंभ एक पाखंड है और ऐसे ही माईक से एनाउंस भी कर रहे थे अपने तर्क से संबंधित किताबें भी बांट रहे थे नागा सन्यासियों को सनातन संस्कृति का अपमान नहीं सहा गया pic.twitter.com/LIaMisd3V1
— Vimal Singh (@VimalSi41738801) January 16, 2025
লাগাতার মহাকুম্ভের বিরুদ্ধে এই প্রচার শুনেই ক্ষুব্ধ হয়ে নাগা সাধুরা রেগে যান। পোস্টার ছিড়ে দেন তারা। যারা কুম্ভমেলার বিরুদ্ধে প্রচার করছিলেন, তাদের দিকে তেড়ে যান রেগে। টেবিল-চেয়ার যা ছিল, সব উল্টে দেন। ভাঙচুর করেন সবকিছু।
এদিকে, নাগা সাধুদের দেখাদেখি অনেকে ওই পোস্টারগুলি কুড়িয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিতে শুরু করেন। তাদের থামিয়ে নাগা সাধুরাই ওই পোস্টারগুলি সংগ্রহ করেন। বলেন, এটি ‘যোগী বাবা’কে (মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ) দেখাবেন তাঁরা।
কুম্ভমেলায় এমন ঘটনায় কার্যত হতভম্ব অনেকে। সোশ্যাল মিডিয়ায় নাগা সাধুদের তাণ্ডবের ভিডিয়ো দেখে অনেকেই তাদের সমর্থন জানিয়েছেন।