ওপরেই ঝুলছিল বিপদ, দেখেনি কেউ! চুল্লি ভেঙে কয়লার পাহাড়ে চাপা পড়ে শ্রমিকরা, এখনও উদ্ধার হল না কেউ

Rescue: ছুটে আসে পুলিশ। দমকল ও উদ্ধারকারী বাহিনীও আসে। আর্থমুভার মেশিন আনা হয়েছে কয়লা সরানোর জন্য। কয়লার নীচে বেশ অনেকজন শ্রমিকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে।

ওপরেই ঝুলছিল বিপদ, দেখেনি কেউ! চুল্লি ভেঙে কয়লার পাহাড়ে চাপা পড়ে শ্রমিকরা, এখনও উদ্ধার হল না কেউ
উদ্ধারকাজ চলছে। বাইরে বিক্ষোভ কর্মীদের।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Jan 17, 2025 | 7:04 AM

ভুবনেশ্বর: সিমেন্ট কারখানায় ভয়ঙ্কর দুর্ঘটনা। ভেঙে পড়ল চুল্লি। ভিতরে আটকে পড়লেন শ্রমিকরা। উদ্ধারের চেষ্টা চলছে শ্রমিকদের। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

ঘটনাটি ঘটেছে ওড়িশার সুন্দরগড়ে। সেখানে একটি নামকরা সিমেন্ট ফ্যাক্টরিতে এই বিপত্তি ঘটে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই কারখানার কয়লা চুল্লি ভেঙে পড়ে। সেই সময় কারখানায় বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। চুল্লি ভেঙে পড়তেই কয়লার নীচে চাপা পড়ে যান তারা।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই ছুটে আসে পুলিশ। দমকল ও উদ্ধারকারী বাহিনীও আসে। আর্থমুভার মেশিন আনা হয়েছে কয়লা সরানোর জন্য। কয়লার নীচে বেশ অনেকজন শ্রমিকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। দ্রুত উদ্ধারকাজ চালানো হচ্ছে।

এদিকে, কয়লা চুল্লি ভেঙে পড়ার ঘটনায় কারখানার গেটের সামনেই প্রতিবাদ শুরু করেন শ্রমিকরা। কারখানার ম্যানেজমেন্টকেই তারা দোষারোপ করেন এত বড় বিপত্তির জন্য। অভিযোগ, ওই চুল্লির রক্ষণাবেক্ষণ হত না। কর্তৃপক্ষকে বহুবার অনুরোধ করা হয়েছিল। তারপরও তারা গুরুত্ব দেননি। অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটল।