শাহরুখের বাড়িতে লুকিয়ে অজ্ঞাত পরিচয়ের যুবক, নজরে পড়তেই তড়িঘড়ি…

Shah Rukh Khan: শাহরুখ খান তার ব্যতিক্রম নন। শাহরুখ খান একবার নিজেই সেই গল্প সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন। এক ভক্ত নাকি শাহরুখের বাড়িতে রীতিমত লুকিয়ে ছিলেন। 

শাহরুখের বাড়িতে লুকিয়ে অজ্ঞাত পরিচয়ের যুবক, নজরে পড়তেই তড়িঘড়ি...
Follow Us:
| Updated on: Jan 17, 2025 | 2:38 PM

তিনি শাহরুখ খান। যাঁর অনুরাগীর সংখ্যা গুনে শেষ করা যায় না। কেউ তাঁকে একবার চোখের দেখা দেখবে বলে দিনের পর দিন মন্নত-এর সামনে অপেক্ষা করেন, কেউ আবার তাঁর একটা অটোগ্রাফ পাওয়ার জন্য মরিয়া। বহু অভিনেতারই তাঁদের ফ্যানদের নিয়ে নানা অভিজ্ঞতা থাকে। শাহরুখ খান তার ব্যতিক্রম নন। শাহরুখ খান একবার নিজেই সেই গল্প সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন। এক ভক্ত নাকি শাহরুখের বাড়িতে রীতিমত লুকিয়ে ছিলেন।

সেই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি কীভাবে নিরাপত্তা রক্ষীর নজর এড়িয়ে শাহরুখের বাড়িতে প্রবেশ করেছিলেন সেই প্রশ্ন আজও বর্তমান। যদিও তিনি তেমন কিছু করেননি। এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানান, হঠাৎ আমাদের এক নিরাপত্তা রক্ষীর নজরে আসে কেউ একজন সুইমিং পুলের কাছে যাচ্ছে। তাঁকে ধরতে গেলে তিনি সুইমিং পুলে ঝাপ দিয়ে বসেন। খবর ততক্ষণে পৌঁছে যায় শাহরুখের কাছে। নিরাপত্তারক্ষী তাঁকে ধরলে সে জানায়, তাঁর স্বপ্ন ছিল শাহরুখ খান যেখানে স্নান করেন, সেখানে একবার স্নান করার।

সবটা শুনে বেশ অবাক হয়েছিলেন কিং খান। তিনি সেই ভক্তের সঙ্গে দেখা করবেন বলে তাঁকে দাঁড়িতে অনুরোধ করেন। আশ্চর্যভাবে সে দেখা না করেই চলে যায়। বলে যায়, “আমি যা করতে এসেছিলাম করেছি। দেখার করার কোনও ইচ্ছে আমার নেই”।