Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rohit Sharma: ওপেন নয়, ইংল্যান্ড সফরে রোহিতের ব্যাটিং পজিশন ঠিক করে দিলেন ক্লার্ক

Indian Cricket: রোহিতকে নিয়ে কিন্তু এখন থেকেই চলছে আলোচনা। ইংল্যান্ড সফরে রোহিত কি খেলবেন? আর খেললে ওপেনার হিসেবেই দেখা যাবে তাঁকে? নাকি মিডল অর্ডারে ব্যাট করবেন? মুখ খুলেছেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক।

Rohit Sharma: ওপেন নয়, ইংল্যান্ড সফরে রোহিতের ব্যাটিং পজিশন ঠিক করে দিলেন ক্লার্ক
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Apr 02, 2025 | 6:55 PM

কলকাতা: ওয়ান ডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রান। ব্যাটিংয়ে একের পর এক চোখধাঁধানো ইনিংস। ভারতীয় ক্রিকেট তো বটেই, বিশ্বের অন্যতম সফল ওপেনার। ক্যাপ্টেন হিসেবে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। আর কিছু দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেতাব জয়। এতেই শেষ নয়, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে রয়েছে ৬টি খেতাব। এই রোহিত শর্মা এ বারের আইপিএলে এখনও রান পাননি। হিটম্যান কোন ম্যাচে জ্বলে উঠবেন, তা নিয়ে রয়েছে জল্পনা। তবে রোহিতকে নিয়ে কিন্তু এখন থেকেই চলছে আলোচনা। ইংল্যান্ড সফরে রোহিত কি খেলবেন? আর খেললে ওপেনার হিসেবেই দেখা যাবে তাঁকে? নাকি মিডল অর্ডারে ব্যাট করবেন? মুখ খুলেছেন অজি কিংবদন্তি মাইকেল ক্লার্ক।

চলতি আইপিএলে খারাপ ফর্ম সত্ত্বেও ইংল্যান্ড সফরে নতুন করে শুরু করতে চান রোহিত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতের পরাজয়ের পর টেস্ট টিমে তাঁর জায়গা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে, ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি এনে দেওয়ার পর আবার রোহিতকে ঘিরে প্রশংসার ঝড়। ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজ যত এগিয়ে আসছে তত চর্চা চলছে রোহিতকে নিয়ে। ১৮ বছর পর ইংল্যান্ডে প্রথম সিরিজ জয় কি রোহিতের হাত ধরেই আসবে?

অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক চান রোহিত শর্মাকে নেতা রাখা হোক। তবে রোহিতের ব্যাটিং পজিশন নিয়ে বিশেষ পরামর্শও দিয়েছেন। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজে ওপেনার হিসেবে সাফল্য আসেনি। ইংল্যান্ডে তাঁর ব্যাটিং অর্ডার পরিবর্তনের পরামর্শ দিয়েছেন।

মাইকেল ক্লার্ক এক অনুষ্ঠানে বলেছেন,’আমার মনে হয়, রোহিতের মধ্যে এখনও অনেকটা ক্রিকেট বাকি রয়েছে। ক্লাস স্থায়ী। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে তা দেখেছি সকলেই। ওর জন্য আদর্শ ব্যাটিং পজিশন হতে পারে ৫ নম্বর। প্রয়োজনে দ্বিতীয় নতুন বলের মুখোমুখি হতে পারে। রোহিত ওপেন করতে ভালোবাসে। দ্বিতীয় নতুন বলও দারুণ সামলাতে পারবে। আমি ভারতীয় দলের নির্বাচক হলে, ইংল্যান্ডের বিপক্ষে রোহিতকেই অধিনায়ক হিসেবে বেছে নিতাম।’