AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘হাতজোড় করে অনুরোধ করছি’, অস্মিকার জন্য অর্থ সাহায্য চাইলেন এবার ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়া

Probase Ghorkonna: বিপুল সংখ্যক তাঁর ভার্চ্যুয়াল পরিবার। এবার তাঁকেই কমেন্ট বক্সে অনেকেই এসে অনুরোধ করেছিলেন অস্মিকার হয়ে অর্থ সাহায্য চাইতে। এবার তিনি একটি ভিডিয়ো করে সেই আর্জি সকলের সামনে রাখলেন।

'হাতজোড় করে অনুরোধ করছি', অস্মিকার জন্য অর্থ সাহায্য চাইলেন এবার 'প্রবাসে ঘরকন্না'র মহুয়া
| Updated on: Jan 19, 2025 | 12:22 PM
Share

বিরল রোগে আক্রান্ত অস্মিকা। গত কয়েকদিনে ১ বছরের এই শিশু কন্যার ছবিতে ভিডিয়োতে ভরে উঠেছে সোশ্যাল মিডিয়া। আশঙ্কায় রাতের ঘুম উড়েছে বাবা-মায়ের। বিরল রোগে আক্রান্ত শিশুর চিকিৎসার বিপুল খরচ জোগাড় করাও তাঁদের পক্ষে একরকম অসম্ভব। সেই শিশুর জন্য সাহায্য চেয়ে পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। অস্মিকাকে পাশে নিয়ে সাহায্য চেয়েছেন সঙ্গীতশিল্পী পদ্মশ্রী কৈলাশ খের। সাহায্য চাইছেন বিভিন্ন ইউটিউবাররা। এবার সেই তালিকায় নাম লেখানে প্রবাসে ঘরকন্নার মহুয়া। বিদেশে থাকলেও তাঁর যোগসূত্র বাংলার সঙ্গে। বাংলায় ভ্লগ বানিয়ে প্রতিনিয়ত সকলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন তিনি। বিপুল সংখ্যক তাঁর ভার্চ্যুয়াল পরিবার। এবার তাঁকেই কমেন্ট বক্সে অনেকেই এসে অনুরোধ করেছিলেন অস্মিকার হয়ে অর্থ সাহায্য চাইতে। এবার তিনি একটি ভিডিয়ো করে সেই আর্জি সকলের সামনে রাখলেন।

মহুয়া বললেন, “আজ এইভাবে ক্যামেরার সামনে আসার কারণ হল ক’দিন ধরে কমেন্ট বক্সে আমার চোখে পড়ছে অনেকেই আর্জি জানাচ্ছেন, দিনি আনার ফেসবুক-ইউটিউবে এত বড় পরিবার আছে আপনি সকলের সামনে অস্মিকাকে নিয়ে কিছু বলুন। ইতিমধ্যেই এই নামটার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। সে একটি বিরল রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্যে যে ইঞ্জেকশনটা প্রয়োজন, তার দাম নাকি ১৬ কোটি টাকা। মধ্যবিত্ত পরিবারের কাছে এই টাকাটা জোগার করা অসম্ভব। ইতিমধ্যেই অনেকেই তাকে সাহায্য করেছেন। আমিও চেষ্টা করব আমার সাধ্য মতো ওকে সাহায্য করার। কিন্তু এটা কয়েকজনের সাহায্য হবে না, সকলকে প্রয়োজন। যেটুকু সম্ভব দিন। বিন্দুতে বিন্দুতেই তো সিন্ধু হয়। সবাই মিলে সাহায্য করলে শিশুটি হয়তো একটা সুস্থ জীবন ফিরে পাবে।”