AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alia-Ranbir Wedding: বৃহস্পতিবারই বিয়ের পিঁড়িতে রালিয়া, ‘আজই ছেলের বিয়ে’, জানিয়ে দিলেন নীতু কাপুর

Viral News: আজই বিয়ের পিঁড়িতে আলিয়া ভাট ও রণবীর কাপুর, ঝড়ের গতীতে ভাইরাল ভিডিয়ো।

Alia-Ranbir Wedding: বৃহস্পতিবারই বিয়ের পিঁড়িতে রালিয়া, 'আজই ছেলের বিয়ে', জানিয়ে দিলেন নীতু কাপুর
| Edited By: | Updated on: Apr 14, 2022 | 11:32 AM
Share

না, আর কোনও রাখ ঢাক নেই। বুধবার থেকেই শুরু হয়ে গিয়েছে একের পর এক অনুষ্ঠান। গত তিন বছরের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িয়ে বি-টাউনের সেলেবল জুটি। প্রেম পর্ব থেকে শুরু করে তাঁদের বিবাহ অভিযান, প্রতিটা পদে পদে ভাইরাল হওয়া একাধিক ভুয়ো খবর এড়িয়ে এবার সামনে এলো আসল বিয়ের দিন। আজই সাত পাকে বাঁধা পড়বেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। ঝড়ের গতীতে ছড়িয়ে পড়া এই খবরের মধ্যে দিয়ে খুশির আমেজ আজ টিনসেল টাউনে। না, আর চুপ করে থাকা নয়, আজই ছেলের বিয়ে, তা স্বীকার করে নিলেন এবার খোদ নীতু কাপুর, এড়িয়ে না গিয়ে কী বললেন তিনি, এবার সেই খবরই ভাইরাল নেট দুনিয়ায়।

View this post on Instagram

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সেজে উঠেছে আরকে স্টুডিও। নীতু সিং ও ঋষি কাপুরের বাগদানের দিই শুরু হয়ে যায় বিয়ের যাবতীয় সেলিব্রেশন পর্ব। বুধবারই সঙ্গীত থেকে শুরু করে মেহেন্দিতে উপচে পড়া ভিড় নজরে আসে। নজরে আসে করণ জোহারসহ পরিবারের একাধিক সদস্যদের উপস্থিতি। এবার সেই বিবাহ অভিযানের খবরে সিলমোহর দিল খোদ পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালেই হলদি সেরিমনি, এদিনই বিকেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। মেহেন্দির আগে নিজেই সেই খবর হাসি মুখে সকলের সঙ্গে ভাগ করে নিলেন নীতু কাপুর। জানালেন, বিয়ে কাল। একই সুরে তালে তাল মেলালেন ঋদ্ধিমা কাপুর।

কাপুর পরিবারের তরফ থেকে আলিয়া ভাটকে জানানো হল শুভেচ্ছা। পাশাপাশি শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চনও। ব্রহ্মাস্ত্র ছবির কেশরিয়া গান মুক্তিতে তিনি সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করে জানালেন, নতুন জীবন শুরু করতে যাচ্ছে তাঁরা, তার জন্য শুভেচ্ছা, ঝড়ের গতীতে ছড়িয়ে পড়ে এই খবর, আর মিথ্যে ধোঁয়াশা নয়, এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বসছেন রালিয়া। ২০১৮ থেকে প্রেমপর্বের শুরু, ব্রহ্মাস্ত্রর সেট থেকে শুরু তাঁদের পথ চলা। সেই সফরে এবার নতুন অধ্যায় শুরু। অবশেষে কাপুর পরিবারের বউ হতে চলেছেন আলিয়া।

আরও পড়ুন- Viral News: ‘চা বানাতে বানাতে যদি কেউ প্রধানমন্ত্রী হয়, নাচতে নাচতে আমি অভিনেত্রী হতে পারব না!’ বিস্ফোরক রাখী

আরও পড়ুন- Viral Video: দেবের হাত ধরে মেট্রো স্টেশনে রুক্মিনী, একই পোশাকে নজর কাড়লেন টলিউড লাভবার্ড

আরও পড়ুন- RRR Gossip: অনুমতি ছিল না গান শোনার, আরআরআর-এর সেটে ঘটা আলিয়ার প্রথম অভিজ্ঞতার অবাক করা তালিকা