Sridevi Death Anniversary: স্ত্রী শ্রীদেবীর মৃত্যুর পরের তিন-চার রাত দুবাইয়ের হোটেলে একা বনি কাপুরের সঙ্গে কী ঘটে?

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 21, 2023 | 2:26 PM

Untold Story: সেই সময় স্ত্রীর সঙ্গে একাই ছিলেন তিনি। বন্ধ ঘটে শেষ কটা দিন ঠিক কী কী হয়েছিল সকলেই জানতে চায়।

Sridevi Death Anniversary: স্ত্রী শ্রীদেবীর মৃত্যুর পরের তিন-চার রাত দুবাইয়ের হোটেলে একা বনি কাপুরের সঙ্গে কী ঘটে?

Follow Us

বলিউড ডিভা শ্রীদেবী, ২০১৮ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। দুবাই ট্রিপে গিয়ে ঘটে ভয়ানক বিপত্তি। হঠাৎ এক সকালে মেলে খবর। প্রয়াত শ্রীদেবী। গোটা দেশ মুহূর্তে চমকে ওঠে। বলিউডে চুটিয়ে কাজ করছিলেন অভিনেত্রী। এভাবে হঠাৎ তাঁর চলে যাওয়া মেনে নিতে পারেনি কেউ। মেনে নিতে পারেননি তাঁর স্বামী বনি কাপুরও। সেই সময় স্ত্রীর সঙ্গে একাই ছিলেন তিনি। বন্ধ ঘটে শেষ কটা দিন ঠিক কী কী হয়েছিল সকলেই জানতে চায়। তবে বনি কাপুর নিজেই মুখ খুলেছিলেন, কীভাবে কেটেছিল তাঁর প্রতিটা রাত। যে ঘরে শ্রীদেবী প্রয়াত, সেই ঘরেই আগামী তিন-চার রাত থেকে ছিলেন তিনি।

বনি কাপুরের কথায়, তিনি সেই সময়টা একাই ছিলেন। চিন্তা, অস্বস্তির কারণে তখন মনে হতো বারে বারে ধূমপান করার কথা। তখনই তার মনে পড়ত, শ্রীদেবী প্রথম তাঁকে অনুরোধ করেছিলেন ধূমপান ছেড়ে দিতে। এটা করলে শ্রীদেবী মনে রাখবেন, যে বনি কাপুর তাঁকে ভালবাসেন। বনি বলেছিলেন, ”কিন্তু সে চলে যাওয়ার পরক্ষণেই যদি আমি ধূমপান করি, তার মানে আমি তাঁকে ভালবাসি না। তাই আমি করলাম না, ছুঁয়ে দেখলামও না।”

এখানেই শেষ নয়, এদিন বনি কাপুর তাঁর ধূমপান ছাড়ার প্রথম দিনের কথাও বলেছিলেন। জানিয়েছিলেন, তখন প্রথম প্রথম ডেট করছেন তাঁরা। নিউইয়র্ক ট্রিপের সময় শ্রীদেবী তাঁকে জিজ্ঞেস করেছিলেন, তিনি শ্রীদেবীর ভালবাসার জন্য কিছু করতে পারবেন কি না! আর তখনই সিগারেট ছাড়ার আবদার করে বসেন অভিনেত্রী। সাল ১৯৯৫, সে কথা আজও রেখে চলেছেন বনি কাপুর।

Next Article