২০২৩ সাল, একাধিক পালা বদল ঘটে গিয়েছে অভিনেত্রী আলিয়া ভাটের জীবনে। রণবীর কাপুরের সঙ্গে বিয়ে থেকে শুরু করে মা হওয়া, সবটাই ছিল এক কথায় স্বপ্নের মতো। তবে নিজেকে এই সময়টায় ক্যামেরার আড়ালে রাখেননি আলিয়া ভাট। উল্টে অন্তঃসত্ত্বা অবস্থায় ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে একাধিকবার ভাইরাল হয়েছিলেন তিনি। চেহারায় এসেছে বদল, তবুও স্কিন টাইট পোশাকে প্রকাশ্যে আসতে তিনি দুবার ভাবেননি। তবে মা হওয়ার পর যে কম বেশি সকলের চেহারাতেই সামান্য বদল আসে, তা অজানা কারও নয়। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হওয়ার কথা ছিল না। কিন্তু আলিয়ার ক্ষেত্রে বিষয়টা গেল উল্টে। নিজেকে আমুল বদলে ফেললেন তিনি। বয়স এক ধাক্কায় যেন কমে দাঁড়িয়েছে ৫ থেকে ৬ বছর।
জিমের পথে নো মেকআপ লুকে ধরা দিলেন অভিনেত্রী। তাঁকে দেখা মাত্রই পাপরাৎজিদের ভিড় জমে যায়। তার পর যা ফ্রেমবন্দি হল, তা এক কথায় সবাইকে চমকে দেয়। কীভাবে সম্ভব! রাহার জন্ম হয়েছে ৬ নভেম্বর। মাত্র তিন মাসে আবারও নিজেকে এতটা ফিট করে ফেললেন আলিয়া। শরীর দেখে বোঝা দায় যে তিনি মা হয়েছেন সদ্য।
এই ভিডিয়ো সামনে আসতেই সকলেই আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ। সদ্য মা হওয়া এই অভিনেত্রী হাতেগুনে মাত্র কয়েক সপ্তাহের ছুটিতে ছিলেন। রাহা জন্মের আগে বা পরে, নিজেকে খুব একটা আড়াল করেননি তিনি। কাজ চালিয়ে গিয়েছে পুরো দমে। শরীরচর্চাতেও থাকেনি কোনও খামতি। প্রতিদিন নিয়ম করে যোগা করতেন বাড়িতে। খানিক সুস্থ হতেই বেরিয়ে পড়েছে বাইরে। আলিয়ার এই স্পোর্টিং মনোবল দেখে প্রশংসা করছে নেটপাড়া। আগামী ছবির স্ক্রিপ্ট রিডিং নিয়ে ব্যস্ত এখন তিনি। যদিও আগামী কয়েকমাস ফ্লোরে ফিরবেন মা, এমনটা আগেই জানিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।