বেশ কয়েকদিন ধরেই বিতর্কের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি। একের পর এক বিস্ফোরক অভিযোগ তাঁর নামে উঠে আসার পর থেকেই শুরু হয়েছে নেটপাড়ায় চর্চা। স্ত্রী আলিয়া সিদ্দিকি বারে বারে অভিযোগ করেছিলেন, নওয়াজে সঙ্গে তাঁর সাংসারিক জীবন মোটেও সুখকর ছিল না। পাল্টে গিয়েছে চেনা মানুষ। উঠেছিল পরকীয়ার অভিযোগও। বর্তমানে এই বিবাদ পৌঁছে গিয়েছে আদালতের দরজা পর্যন্ত। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া খবরের কেন্দের যখন বারে বারে স্ত্রীর নাম উঠে এসেছে, তখনই নিজের সমস্যা নিয়ে মুখ খুললেন নওয়াজের পরিচারিকা।
দুবাই থেকে দুই সন্তানকে নিয়ে ফিরে এসেছেন অভিনেতার স্ত্রীর ভারতে। কিন্তু সেখানেই আটকে রয়েছেন তাঁর বাড়িতে কর্মরতা পরিচারিকা। এবার ভিডিয়ো করে নওয়াজের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হল সেই খবর। নওয়াজ উদ্দিন নাকি তাঁর পারিশ্রমিক বন্ধ করে দিয়েছেন। ভারতে ফেরত আসার ভিসা তৈরি করে দিয়েছিলেন অভিনেতা। তবে সেই টাকা তাঁর বেতন থেকেই কাটছেন তিনি। সেই কারণেই বর্তমানে আর্থিক সঙ্কটে পরিচারিকা। নেই খাবার টাকাটুকুও। গত দুই মাস বেতন পাননি তিনি।
The video & my statement speaks for itself. Govt authorities are requested to urgently rescue the house help of @Nawazuddin_S from Dubai where the girl is in a state of Solitary Confinement@cgidubai @UAEembassyIndia @LabourMinistry @HRDMinistry@MEAIndia @CPVIndia @OIA_MEA pic.twitter.com/EyQ8DiHPG2
— Advocate Rizwan Siddiquee (@RizwanSiddiquee) February 19, 2023
তবে এবার তিনি বাড়ি ফিরতে চান। দিদি অর্থাৎ নওয়াজের স্ত্রী চলে আসার পর থেকেই সমস্যায় রয়েছেন তিনি। চোখের জলে ভেসে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঝড়ের গতিতে তা সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নেয়। চর্চায় উঠে আসেন আবারও অভিনেতা। এই ভিডিয়োতেই দেখা যায়, নওয়াজের কাছে তাঁর প্রাপ্য অর্থ চাইছেন অভিনেতার পরিচারক। যদিও এই মর্মে মুখ খোলেননি তিনি।