Controversy: পায়ে জুতো, মন্দিরের ঘণ্টা বাজিয়ে রোষের মুখে রণবীর, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড বয়কট বলিউড

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Jun 15, 2022 | 2:17 PM

Brahmastra: এখন প্রশ্ন ভুল কোথায়! ট্রেলার মুক্তির পরই তা খুঁটিয়ে দেখে খুঁত বার করে বসল নেটিজ়নরা। রণবীর পায়ে জুতো পরেই বাজিয়ে ফেললেন মন্দিরের ঘণ্টা।

Controversy: পায়ে জুতো, মন্দিরের ঘণ্টা বাজিয়ে রোষের মুখে রণবীর, সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড বয়কট বলিউড

Follow Us

বুধবার সকালেই মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার। ঝড়ের গতিতে যা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভক্তরা যে ট্রেলারের জন্য মুখিয়ে ছিলেন, তা প্রকাশ্যে আসা মাত্রই বেজায় অখুশির ছাপ এক অংশের চোখে-মুখে। টুইটারে চোখ রাখলেই বিষয়টা স্পষ্ট হয়ে উঠছে। সরাসরি উঠল বলিউড বয়কটের ডাক। প্রসঙ্গ রণবীর কাপুর। ‘ব্রহ্মাস্ত্র’র ট্রেলার জুড়ে অমিতাভ বচ্চনের যে ভয়েস-ওভার গিয়েছে, তা থেকে স্পষ্ট যে, ঈশ্বরের অস্তিত্ব, শক্তির উপস্থিতি ও তার উপলব্ধিকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ছবির গল্প। ছবির কেন্দ্রে থাকা চরিত্রই হলেন রণবীর। তাঁর চরিত্রের নাম শিবা। ঈশ্বরকে যিনি উপলব্ধি করতে পারেন, তাঁকে দিয়ে এমন ভুল কীভাবে করিয়ে নিলেন পরিচালক-প্রশ্ন নেটিজ়েনদের একাংশের।

ট্রেলার মুক্তির পরই টুইটারে ছড়িয়েছে বেশ কিছু ছবি, মিম। নেটিজ়েনদের অভিযোগ, একটি দৃশ্যে দেখা যাচ্ছে রণবীর পায়ে জুতো পরে বাজাচ্ছেন মন্দিরের ঘণ্টা। যা সিনেভক্তদের একাংশের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ টুইটারের বিভিন্ন পোস্টে। না, কেবল ব্রহ্মাস্ত্রই নয়। এই প্রসঙ্গে টেনে আনা হল অতীতের একাধিক ছবির বিতর্ক। উঠে এল দক্ষিণের সঙ্গে তুলনাও। নেটিজ়েনদের একাংশের মন্তব্য, দক্ষিণী ছবিতে যেখানে বারে বারে দেবদেবীদের প্রতি নিষ্ঠা, শ্রদ্ধা দেখানো হয় পর্দায়, সেখানে বলিউড তুলনায় যেন অনেকটা ‘ক্যাজ়ুয়াল’। টুইটারে উঠে এল ‘বাহুবলী’তে প্রভাসের লুক, আরআরআর ছবির রাম প্রসঙ্গও।

এখানেই শেষ নয়। টুইটারে ছড়িয়েছে আরও অভিযোগ। বলিউডের বিভিন্ন ছবিতে ঠিক কোথায়-কোথায় ঈশ্বর বা ধর্মের প্রতি আঘাত হানা হয়েছে, সেই বিষয়ও বাদ পড়ল না তালিকা থেকে। এ প্রসঙ্গে কখনও ‘পিকে’, কখনও আবার বিভিন্ন সেলিব্রিটির মন্তব্য শেয়ার করা হচ্ছে টুইটারে। এবার অভিযোগ ‘ব্রহ্মাস্ত্র’র বিরুদ্ধে। আবারও সুশান্ত সিং রাজপুত থেকে শুরু করে অতীতের নানা প্রসঙ্গ টেনে বলিউড বয়কটের ডাক তোলা হল। টুইটারে দেখা গেল #BoycottBollywood । সদ্য রিলিজ় করা ট্রেলারকে কেন্দ্র করে এহেন সমালোচনা ছবির ব্যবসায় কতটা প্রভাব ফেলবে সে প্রশ্ন আপাতত তোলা থাক। তবে ভক্তদের একাংশের মন যে এতে বেজায় খারাপ, তা স্পষ্ট বিভিন্ন মন্তব্যের ভিড়ে।

Next Article