Brahmastra Trailer: ‘ব্রহ্মাস্ত্র’র সঙ্গে মিল ৯০ দশকের জনপ্রিয় কার্টুন ‘ক্যাপ্টেন প্ল্যানেট’-এর, মত নেটিজ়েনদের

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jun 15, 2022 | 4:11 PM

Captain Planet: 'ব্রহ্মাস্ত্র'র ট্রেলার দেখে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন জনপ্রিয় কার্টুন সিরিজ় 'ক্যাপটেন প্ল্যানেট'-এর।

Follow Us

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’র প্রথম ট্রেলারটি প্রকাশ্যে এসেছে আজ (বুধবার, ১৫.০৬.২০২২)। ট্রেলারটি নিয়ে নানা মহলে নানা আলোচনা শুরু হয়েছে। ‘লার্জার দ্যান লাইফ’ বলা হচ্ছে ছবিকে। মারকাটারি ভিজ়ুয়াল এফেক্টস, ভিএফএক্সের কামাল, মহাজাগতিক বিষয়কে তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে আগুন, জল, বায়ুর মতো প্রাচীনকালের কিছু শক্তির কথা। সেই শক্তিতে রয়েছে একাধিক অস্ত্র। সেই সবকটি দেবতার অস্ত্রের কাহিনি বলবে এই ছবি। দেবতার নাম ‘ব্রহ্মাস্ত্র’। গল্প বলবে সেই তরুণের যে ব্রহ্মাস্ত্রের ভাগ্য ফিরিয়ে আনবে, শিবা। শিবার চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। রয়েছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়। ট্রেলার দেখে অনেকেই ‘ব্রহ্মাস্ত্র’র সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন জনপ্রিয় কার্টুন সিরিজ় ‘ক্যাপটেন প্ল্যানেট’-এর।

ট্রেলারে শোনা যাচ্ছে অমিতাভের কণ্ঠ, যিনি ‘অস্ত্র’ ইউনিভার্সের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছেন দর্শকের, “জল, বায়ু, আগুন। প্রাচীনকাল থেকে এই শক্তি আমাদের মধ্যে রয়েছে অস্ত্ররূপে। এটা অস্ত্রের দেবতা ব্রহ্মাস্ত্রের কাহিনি এবং সেই তরুণের কাহিনি, যে ব্রহ্মাস্ত্রের ভাগ্য ফেরাবে – শিবা।”

এই ভাবেই শুরু হত ‘ক্যাপ্টেন প্ল্যাটেন’ কার্টুনটি। শুরু হত, “ভূমি! আগুন! বায়ু! জল! হৃদয়! যাও পৃথিবী তোমাদের শক্তির মিশ্রণে আমি ক্যাপ্টেন প্ল্যানেট!” ৯০-এর দশকে কার্টুন দেখে বড় হয়েছে বহু ছেলেমেয়ে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সঙ্গে তাঁরা এই মিল খুঁজে পেয়েছেন। টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে তাঁদের টুইট। এটাও লিখেছেন তাঁরা, “ভারত নিজের ক্যাপ্টেন প্ল্যানেটকে খুঁজে পেল। অগ্নি, বায়ু, জল, ধরিত্রী ও হৃদয়… কেবল ধরিত্রী ও হৃদয়ের খামতি আছে ‘ব্রহ্মাস্ত্র’-এ।”

অয়ন মুখোপাধ্যায় পরিচালিত, রণবীর কাপুর-আলিয়া ভাট অভিনীত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’র প্রথম ট্রেলারটি প্রকাশ্যে এসেছে আজ (বুধবার, ১৫.০৬.২০২২)। ট্রেলারটি নিয়ে নানা মহলে নানা আলোচনা শুরু হয়েছে। ‘লার্জার দ্যান লাইফ’ বলা হচ্ছে ছবিকে। মারকাটারি ভিজ়ুয়াল এফেক্টস, ভিএফএক্সের কামাল, মহাজাগতিক বিষয়কে তুলে ধরা হয়েছে। তুলে ধরা হয়েছে আগুন, জল, বায়ুর মতো প্রাচীনকালের কিছু শক্তির কথা। সেই শক্তিতে রয়েছে একাধিক অস্ত্র। সেই সবকটি দেবতার অস্ত্রের কাহিনি বলবে এই ছবি। দেবতার নাম ‘ব্রহ্মাস্ত্র’। গল্প বলবে সেই তরুণের যে ব্রহ্মাস্ত্রের ভাগ্য ফিরিয়ে আনবে, শিবা। শিবার চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। রয়েছেন আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়। ট্রেলার দেখে অনেকেই ‘ব্রহ্মাস্ত্র’র সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন জনপ্রিয় কার্টুন সিরিজ় ‘ক্যাপটেন প্ল্যানেট’-এর।

ট্রেলারে শোনা যাচ্ছে অমিতাভের কণ্ঠ, যিনি ‘অস্ত্র’ ইউনিভার্সের সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছেন দর্শকের, “জল, বায়ু, আগুন। প্রাচীনকাল থেকে এই শক্তি আমাদের মধ্যে রয়েছে অস্ত্ররূপে। এটা অস্ত্রের দেবতা ব্রহ্মাস্ত্রের কাহিনি এবং সেই তরুণের কাহিনি, যে ব্রহ্মাস্ত্রের ভাগ্য ফেরাবে – শিবা।”

এই ভাবেই শুরু হত ‘ক্যাপ্টেন প্ল্যাটেন’ কার্টুনটি। শুরু হত, “ভূমি! আগুন! বায়ু! জল! হৃদয়! যাও পৃথিবী তোমাদের শক্তির মিশ্রণে আমি ক্যাপ্টেন প্ল্যানেট!” ৯০-এর দশকে কার্টুন দেখে বড় হয়েছে বহু ছেলেমেয়ে। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সঙ্গে তাঁরা এই মিল খুঁজে পেয়েছেন। টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে তাঁদের টুইট। এটাও লিখেছেন তাঁরা, “ভারত নিজের ক্যাপ্টেন প্ল্যানেটকে খুঁজে পেল। অগ্নি, বায়ু, জল, ধরিত্রী ও হৃদয়… কেবল ধরিত্রী ও হৃদয়ের খামতি আছে ‘ব্রহ্মাস্ত্র’-এ।”

Next Article