ফের এক ছবিতে অমিতাভ ও ড্যানি… কোন ছবি?
ছবিতে রয়েছেন অনুপম খের, বোমন ইরানির মতো তারকারাও। চারজন বন্ধুকে নিয়ে গল্প।
ছবির জন্য রেকি করতে নেপাল গিয়েছেন পরিচালক সুরজ বার্জাতিয়া। একটু অন্য ধরনের ছবি তৈরি করতে চাইছেন তিনি। ছবিতে রয়েছেন অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমন ইরানির মতো তারকারা। চারজন বন্ধুকে নিয়ে গল্প। সেই তালিকায় চতুর্থ বন্ধু হিসেবে যুক্ত হয়েছেন আরও এক অভিনেতা। তিনি ড্যানি ডেনজ়ংপা। শোনা যাচ্ছে, মুখ্য চরিত্রে রয়েছেন পরিণীতি চোপড়া।
View this post on Instagram
শুধু তাই নয়, ড্যানির সঙ্গে ছবিতে সাইন করেছেন সরিকা। ছবির সঙ্গে যুক্ত সূত্র মারফত জানা গিয়েছে, ব়্যাপ আপের আগে মুম্বই ও দিল্লিতে ছোট অংশের শুটিং হবে। তবে নেপালেই হবে অধিকাংশ শুটিং। ওঞ্চাইয়ে হবে শুটিং। আনুমানিক, ২০২২ সালের মার্চের মধ্যেই শেষ হবে শুটিংয়ের কাজ।
View this post on Instagram
ছবিতে একাধিক নারী চরিত্রও রেখেছেন সুরজ। পরিণীতি, সরিকা ছাড়াও অভিনয় করছেন নীনা গুপ্তা। অক্টোবরে নেপালের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। কাকে কোন চরিত্রে দেখা যাবে, তা নিয়ে সকলেই মুখে কুলুপ এঁটেছেন। শুধু এটাই জানানো হয়েছে, পরিণীতিই ছবির কেন্দ্রে রয়েছেন।
একদিকে যেমন সুরজ তাঁর আগাম ছবির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। অন্যদিকে তাঁর পুত্র অবনিশও তৈরি হচ্ছেন ডেবিউ ছবির জন্য। বাবার মতো তিনিই পরিচালনাতেই মন দিয়েছেন। সানি দেওলের পুত্র রাজবীরকে লঞ্চ করা হবে ছবিতে। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী বছর থেকেই শুটিং শুরু। ডেস্টিনেশন ওয়েডিংয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে চিত্রনাট্য।
তবে সুরজের ছবিতেই অনেক দিন পর একসঙ্গে কাজ করবেন অমিতাভ বচ্চন ও ড্যানি ডেনজংপা।
আরও পড়ুন: Shahrukh Khan: এবার কি ওটিটি প্ল্যাটফর্মে শাহরুখ খান?
আরও পড়ুন: Gaslight: সারা-বিক্রান্ত অভিনীত ‘গ্যাসলাইট’ ছবির অন্য প্রধান নারী চরিত্রে কে?
আরও পড়ুুন: চাই না মেয়ে আমার মতো করে গান করুক, তাই ওকে টিপস দিইনি: নচিকেতা চক্রবর্তী