100 Years Of Dev Anand: শত শত মেয়ের প্রাণ বাঁচাতে নিষিদ্ধ হয়েছিল দেব আনন্দের কালো কোট, কেন জানেন?

Golden Days of Dev Anand: শত শত মানুষের মনে প্রাণে তখন এই একটাই নাম। সাদা শার্ট কালো কোট, কালো প্যান্ট, কালো জুতো, স্বপ্নের রাজপুত্র তিনি। বাস্তব জীবনে ও এই পোশাকই পরতে বেশি পছন্দ করতেন তিনি। কিন্তু তাতেই ঘটে বিপত্তি।

100 Years Of Dev Anand: শত শত মেয়ের প্রাণ বাঁচাতে নিষিদ্ধ হয়েছিল দেব আনন্দের কালো কোট, কেন জানেন?
Follow Us:
| Edited By: | Updated on: Sep 26, 2023 | 12:44 PM

দেব আনন্দ, বলিউডের সর্বকালের সুপারস্টার বললে ভুল হবে না। একের পর এক ব্লকবাস্টার ছবি যাঁর ঝুলিতে। মোট ১০০ টিরও বেশি সুপারহিট ছবি বলিউডকে উপহার দিয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কী করে পাল্টে যুগের উপযোগী হয় উঠতে হয়, তা তিনি সেই সময় বসে দেখিয়ে গিয়েছিলেন। এক সুপারস্টারের ভক্ত ঠিক কোনও পর্যায়ের তাঁর জন্য উন্মাদনা দেখাতে পারেন, তা চাক্ষুষ করেছিল দেব আনন্দ যুগের সকলের। শত শত মানুষের মনে প্রাণে তখন এই একটাই নাম। সাদা শার্ট কালো কোট, কালো প্যান্ট, কালো জুতো, স্বপ্নের রাজপুত্র তিনি। বাস্তব জীবনে ও এই পোশাকই পরতে বেশি পছন্দ করতেন তিনি। কিন্তু তাতেই ঘটে বিপত্তি।

দেব আনন্দকে দেখে রাস্তাঘাটে, মহিলা মহলের উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, যে অহরহ অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ার খবর সামনে আসতে শুরু করে। এমনকি রাস্তা দিয়ে দেব আনন্দ যদি হেঁটে যেতেন, ওপর থেকে মহিলারা ঝাঁপ দিতেন। এ জিনিস বেশিদিন তো চলতে পারে না, সেই কারণে কড়া নিয়ম জারি করা হল দেব আনন্দ ক্ষেত্রে। কালো কোটে তিনি আর বাইরে বেরোতে পারবেন না। দেব আনন্দের কালো কোট পড়া নিষিদ্ধ হয়ে গিয়েছিল।

তবুও তিনি থেমে থাকেননি। সাদা কালো দেব আনন্দ পরবর্তী প্রজন্মকে আকৃষ্ট করতে হয়ে উঠেছিলেন রঙিন। মাথায় টুপি গলায় স্কার্ফ, রঙচঙ্গে জামা পরা ‘গাইড’ হয়ে উঠতে তিনি খুব একটা সময় নেননি। সেই যুগে বসে তিনি টুইটার অ্যাকাউন্ড সক্রিয়ভাবে ব্যবহার করতেন। একবার দেবা আনন্দ এক সাক্ষাতকারে বলেছিলেন, ‘আমি যদি চাইতাম তবে অর্ধেক বলিউডে রাজত্ব করতে পারতাম।’

‘কালা পানি’ ছবি যখন মুক্তি পায় তখন যে পরিমাণ দেব আনন্দকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছিল তা দেখে রীতিমতো অবাক হয়ে গিয়েছিল গোটা দেশ। স্বপ্নে সুপারস্টারকে একবার চোখের দেখা দেখবার জন্য মরিয়া থাকতেন সকলে। রাস্তাঘাটে বেরতে পারতেন না, দেব আনন্দকে দেখা মাত্রই ঝাঁপিয়ে পড়তেন মহিলারা। ঘিরে ধরতেন ভক্তরা, যদিও এই স্টারডার্মটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন দেব আনন্দ।