Katrina-Vicky Wedding: ‘…এরকম করলে বিয়ে বাতিল’, বিবাহের দু’দিন আগেই ভিকিকে ধমকেছিলেন ক্যাটরিনা

Vicky-Katrina Married Life: বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাঁরা প্রচণ্ড ব্যস্ত। একে-অপরের কেরিয়ারকে সমর্থন করেন ভীষণরকম। ব্যক্তিজীবন কখনই বাধা হয় না তাঁদের উপরে ওঠার পথে। এ বছর দীপাবলিতে (১২ নভেম্বর) মুক্তি পেয়েছিল সলমন খান অভিনীত 'টাইগার থ্রি' ছবিটি। সেখানে জ়োয়ার চরিত্রে ফের অভিনয় করেছেন ক্যাটরিনা। সামনেই মুক্তি পাবে তাঁর আরও একটি ছবি 'মেরি ক্রিসমাস'। দক্ষিণী ভারতীয় তারকা বিজয় সেতুপতির সঙ্গে সেই থ্রিলারধর্মী ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। অন্যদিকে ভিকির পরবর্তী ছবি 'শাম বাহাদুর' মুক্তি পাবে।

Katrina-Vicky Wedding: '...এরকম করলে বিয়ে বাতিল', বিবাহের দু'দিন আগেই ভিকিকে ধমকেছিলেন ক্যাটরিনা
ক্যাটরিনা কাইফ।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 24, 2023 | 11:27 AM

২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের একটি প্রাচীন দুর্গে (বর্তমানে বিলাশবহুল হোটেলে পরিণত) বিয়ে করেছিলেন অভিনেতাদ্বয় ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। দেখতে-দেখতে দু’বছর হয়ে গেল সেই বিয়ের। কিন্তু জানেন কি, বিয়ে ভেস্তে দিতে চেয়েছিলেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ‘কফি উইথ করণ’ সিজ়ন ৮-এ এসে তেমন কথাই জানিয়েছেন ভিকি।

বলিউডের অন্যতম জনপ্রিয় দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ। তাঁরা প্রচণ্ড ব্যস্ত। একে-অপরের কেরিয়ারকে সমর্থন করেন ভীষণরকম। ব্যক্তিজীবন কখনই বাধা হয় না তাঁদের উপরে ওঠার পথে। এ বছর দীপাবলিতে (১২ নভেম্বর) মুক্তি পেয়েছিল সলমন খান অভিনীত ‘টাইগার থ্রি’ ছবিটি। সেখানে জ়োয়ার চরিত্রে ফের অভিনয় করেছেন ক্যাটরিনা। সামনেই মুক্তি পাবে তাঁর আরও একটি ছবি ‘মেরি ক্রিসমাস’। দক্ষিণী ভারতীয় তারকা বিজয় সেতুপতির সঙ্গে সেই থ্রিলারধর্মী ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। অন্যদিকে ভিকির পরবর্তী ছবি ‘শাম বাহাদুর’ মুক্তি পাবে।

‘কফি উইথ করণ’ সিজ়ন ৮-এ এসে বিবাহিত জীবন নিয়ে নানা কথা বলেছেন ভিকি। জানিয়েছেন, বিয়ের ঠিক আগেই বিয়ে বাতিল করে দিচ্ছিলেন ক্যাটরিনা। কারণ হিসেবে ভিকি জানিয়েছেন, “বিয়ের সময় ‘জ়ারা হাটকে জ়ারা বাঁচকে’ ছবির শুটিং করছিলাম আমি। অর্ধেক শেষ হয়েছিল ছবির কাজ। বিয়ের জন্য কিছুদিনের বিরতি নিয়েছিলাম আমি। প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছিল, বিয়ে হয়ে যাওয়ার দু’দিনের মধ্যে কাজে ফিরতে হবে। আর ঠিক তখনই ক্যাটরিনা হস্তক্ষেপ করেন।” ধমক দেওয়া সুরে ক্যাটরিনাকে ভিকি বলেছিলেন, “বিয়ের দু’দিনের মধ্যে যদি তোমাকে শুটিং সেটে ফিরতে হয়, তবে বিয়ে বাদই দাও।”