হৃতিকের এক ছোট্ট ভুলেই মৃত্যুর মুখ থেকে কোনও রকমে বেঁচে ফিরেছিলেন ফারহান-অভয়

May 24, 2021 | 5:11 PM

খাদের পাশে পৌঁছেই গাড়িটি ব্রেক কষে থামিয়ে যেই না হৃতিক নামতে গেছেন, গাড়ি সোজা গড়াতে শুরু করেছে খাদের দিকে। হৃতিক হ্যান্ডব্রেক কষতে ভুলে গিয়েছিলেন। আর সে জন্যই এই বিপত্তি।

হৃতিকের এক ছোট্ট ভুলেই মৃত্যুর মুখ থেকে কোনও রকমে বেঁচে ফিরেছিলেন ফারহান-অভয়
ফারহান-হৃতিক-অভয়

Follow Us

আপনি কি বলিউড ছবির পোকা? তাই যদি হন তবে দশ বছর আগে মুক্তিপ্রাপ্ত জোয়া আখতারের ছবি ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ আপনি দেখেননি সে কথা প্রায় অসম্ভব। তবে জানেন কি এই ছবির শুটিং করতে গিয়েই বড় বিপদের মুখে পড়েছিলেন অভিনেতা ফারহান আখতার এবং অভয় দেওল। হৃতিকের এক ছোট্ট ভুলে প্রাণ যেতে বসেছিল ওই দুই অভিনেতার।

ছবির দশ বছর পূর্তিতে সে কথা শেয়ার করেছে অভয় নিজেই। একটি দৃশ্যের শুট চলছিল। চারিদিকে পাহাড়। পাশে অতলান্ত খাদ। ঠিক ছিল গাড়ি চালিয়ে খাদের পাশেই গাড়িটি পার্ক করবেন হৃতিক। হৃতিকে পাশের সিটে বসেছিলেন অভয়। আর পিছনের সিটে ছিলেন ফারহান।

খাদের পাশে পৌঁছেই গাড়িটি ব্রেক কষে থামিয়ে যেই না হৃতিক নামতে গেছেন, গাড়ি সোজা গড়াতে শুরু করেছে খাদের দিকে। হৃতিক হ্যান্ডব্রেক কষতে ভুলে গিয়েছিলেন। আর সে জন্যই এই বিপত্তি। একদিকে নিজের সর্বশক্তি দিয়ে হৃতিক চেষ্টা করছেন গাড়ির গড়ানো থামাতে। অন্যদিকে বিপদের গন্ধ বুঝে ফারহান পিছনের সিট থেকে চলন্ত গাড়ি থেকেই দিয়েছেন ঝাঁপ।


আর অভয়? তাঁর কথায়, “মনে হচ্ছিল আজ আমার শেষ দিন। হৃতিক আমাদের মেরেই ফেলল।” যাই হোক কোনও রকম হ্যান্ডব্রেক মেরে সে যাত্রায় পরিস্থিতি সামাল দিয়েছিলেন হৃতিক।

ছবিতে ওই তিন অভিনেতা ছাড়াও ছিলেন কল্কি কেকলা, ক্যাটরিনা কাইফও। তিন বন্ধুর ব্যাচেলার ট্রিপের গল্প নিয়ে ছবি। আলাপ করিয়েছিলেন বন্ধুত্বের নতুন সংজ্ঞার সঙ্গে।

Next Article