সময় যখন ভাল যাচ্ছে, তখন হাতের ঘড়িও যে বিশেষ হবে, তা নিয়ে কোনও সন্দেহের অবকাশ থাকে না। তাই বলে শাহরুখ খান নিজের ঘড়ির পিছনে এতটাকা ব্যয় করেন? দেখে চমকে উঠল নেটপাড়া। গোটা বিশ্বে প্রথম ১০ ধনী অভিনেতাদের তালিকায় যে তাঁর নাম রয়েছে, প্রমাণ করল হাতে থাকা এই ঘড়ি। দাম প্রকাশ্যে আসার পর চমকে উঠল নেটপাড়া। পাঠান ছবি মুক্তির পরই প্রকাশ্যে মুখ খোলেন শাহরুখ খান। দীর্ঘ এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন তিনি নিজে, সঙ্গে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহম ও পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সেই সাক্ষাৎকারেই শাহরুখ খানের হাতের ঘড়ি নজর কেড়েছিল। সম্প্রতি এক পোর্টালে সেই ঘড়ির দাম প্রকাশ্যে আসাতেই শোরগোল নেটপাড়ায়। সকলেি প্রশ্ন করে বসলেন এতো টাকা দামের ঘড়ি?
অভিনেতা ভিকি কৌশল বর্তমানে একটি ছবি করতে যা পারিশ্রমিক নিয়ে থাকেন, সেই মূল্যের ঘড়ি কিং-এর হাতে। শাহরুখ খানের এই ঘড়ির দাম ৫ কোটি টাকা। অ্যাডামাস-এর এই রয়্যাল ওক ঘড়ির দাম ৪.৯৮ কোটি টাকা। বর্তমানে এই ঘড়ির চর্চা নেটপাড়ায় তুঙ্গে। পাঠান ছবি ঘিরে এখন শাহরুখ খান ঝড় বক্স অফিসে। ঝড়ের গতিতে আয়, ১০০০ কোটির দরজায় ছবি। দুসপ্তাহ পেরিয়ে যদিও আয়ের গতি বেশকিছুটা কমেছে, তবে শাহরুখ খানের এই ছবি একাধিক রেকর্ড ভাঙে বিটাউনের।
তবে সেই পাঠান ছবির রেশই এখন কি অতীত! একসময় পাঠান ছবি শাহরুখের কাছে ছিল স্বপ্নের মতো! এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন, প্রথম থেকেই তিনি অ্যাকশন হিরো হতে চেয়েছিলেন। তবে পরিস্থিতি তাঁকে রোম্যান্টিক হিরো বানিয়ে তুলেছিলেন। সেই কারণেই একটি ভাল চিত্রনাট্যর খোঁজে ছিলেন তিনি। যদিও পাঠান ২ করার ইচ্ছেও প্রকাশ করেছিলেন শাহরুখ খান। তবে ছবি মুক্তি পেয়ে গিয়েছে। অনুমান এই ছবি মোটের ওপর ১০০০ কোটি টাকা আয় করার সম্ভাবনা।