আগামীকাল অর্থাৎ ১২ তারিখ মুম্বইয়ের পাঁচতারা হোটেলে রিসেপশনের আয়োজন করেছেন কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। সেই উপলক্ষে এ দিন সিদ্ধার্থের দিল্লির বাড়ি থেকে মুম্বই উড়ে যাচ্ছেন তাঁরা। বলিউডের হাতেগোনা কয়েকজন উপস্থিত ছিলেন বিয়েতে, কিন্তু রিসেপশনে নাকি গোটা বলিউডকেই ডাকার সিদ্ধান্ত নিয়েছেন সিড-কিয়ারা। কারা আসবেন? কারা রয়েছেন আমন্ত্রিতের তালিকায় দেখে নেওয়া যাক…
জানা যাচ্ছে আমন্ত্রণ পেয়েছেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। একটা সময় আলিয়া ভাটের সঙ্গে যে সিদ্ধার্থের সম্পর্ক ছিল তা কে না জানে? যদিও সেই সম্পর্কে ভেঙে যায় কিছু বছর পরেই। কিয়ারার পছন্দের মানুষ আলিয়া। করণ জোহরের শো-য়ে তিনি এও বলেছিলেন যে বিয়েতে পাত্রীপক্ষ হিসেবে আলিয়াকে তিনি চান। যদিও করণ কিছুটা মজা করেই বলেছেন, বিয়েতে বরের প্রাক্তন যাবে পাত্রীপক্ষ হয়ে, একটু বাড়াবাড়ি হয়ে যাবে না? না, আলিয়াকে জয়সালমীরের বিবাহবাসরে ডাকেননি কিয়ারা। বরং হাজির ছিলেন শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর। তবে রিসেপশনে আলিয়ার পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়াও নাকি আমন্ত্রণ পেয়েছেন, ভুষণ কুমার, বরুণ ধাওয়ান ও তাঁর স্ত্রী নাতাশা দালাল, ক্যাটরিনা কাইফ থেকে ভিকি কৌশল, সলমন খান– এঁদের প্রত্যেককেই নাকি আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের বিয়েতে। যদিও কতজন হাজির থাকবেন তা তো জানা যাবে আগামীকাল।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি বিয়ে করেছেন কিয়ারা-সিদ্ধার্থ। এত ভাল অভ্যর্থনা, এত সুন্দর আয়োজন, অতিথিরাও কি না এসে পারেন? তাই সিড-কিয়ারা বিয়েতে হাজির ছিলেন বলিউডের অনেক চেনা মুখ। এঁদের মধ্যে রয়েছেন শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর, ছিলেন করণ জোহর, মণীশ মালহোত্রা থেকে শুরু করে জুহি চাওলাসহ অনেকেই। কেরিয়ারের একেবারে ‘পিক টাইম’-এ বিয়ে করলেন সিদ্ধার্থ ও কিয়ারা। প্রায় তিন বছরেরও বেশি সময় ধরে নাকি সম্পর্কে রয়েছেন ওঁরা। শেরশাহ’তে অভিনয় করার সময়েই নাকি কিয়ারায় মন মজে সিদ্ধার্থের। সাড়া দেন কিয়ারাও। ব্যস, সেই থেকেই শুরু তাঁদের প্রেমের গল্প যা এগোল আরও এক ধাপ।