Sidharth-Kiara Reception: সেজে উঠছে বিটাউন, রবিবারই গালা পার্টি দিচ্ছেন সিড-কিয়ারা…

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 12, 2023 | 2:10 PM

Viral News: রবিবার সেই মর্মেই সেজে উঠছে বিটাউন। তালিকায় থাকছেন প্রায় সকলেই। নব দম্পতিও পৌঁছে গেলেন মুম্বইতে।

Sidharth-Kiara Reception: সেজে উঠছে বিটাউন, রবিবারই গালা পার্টি দিচ্ছেন সিড-কিয়ারা...
বিয়ের পি্ঁড়িতে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানী

Follow Us

৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আজবাণী। তবে থেকেি চলছে গ্র্যান্ড সেলিব্রেশন। একের পর এক অনুষ্ঠানের ছবি থেকে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে হয়ে যাচ্ছে ভাইরাল। এবার পালা বলিউডের অন্দরমহলে পার্টির। আলিয়া ভাট সেভাবে কাউকে নিমন্ত্রণ করতে পারেননি, ক্যাটরিনা ও ভিকি কৌশলও খুব ঘনিষ্ট মহলের মধ্যেই বিয়েকে সীমিত রেখেছিলেন। উঠেছিল প্রশ্ন, বলিউড থেকে সেভাবে কেউ নিমন্ত্রণ কেন পাচ্ছেন না। তবে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার ক্ষেত্রে তেমনটা ঘটল না। তালিকা থেকে বাদ পড়লেন না কেউ। ঘনিষ্ট কিছু বিটাউন সেলেবকে বিয়েতে নিমন্ত্রণ করেছিলেন তাঁরা। এরপর বৌভাতের সারেন পরিবারের সঙ্গেই। তবে একসপ্তাহের মধ্যেই বলিউডে গ্রান্ড পার্টি দিচ্ছেন তাঁরা।

রবিবার সেই মর্মেই সেজে উঠছে বিটাউন। তালিকায় থাকছেন প্রায় সকলেই। নব দম্পতিও পৌঁছে গেলেন মুম্বইতে। এদিন সন্ধ্যাতেই রাজকীয় আসরে সেজে উঠবে টিনসেল টাউনের পার্টি। কিয়ারা ও সিদ্ধার্থের মুম্বই পৌঁছে যাওয়ার ভিডিয়োও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে হাতে হাতে। মিষ্টিও নিয়ে এসেছেন তাঁরা পাপারাৎজিদের জন্য। এখন দেখার সন্ধ্যে হতেই কোন লুকে এবার ধরা দেন এই সেলেব জুটি।

ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই বিয়ে ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। হলদি থেকে শুরু করে মেহেন্দি, বিয়ের যাবতীয় আপডেট সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে জায়গা করে নিয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা ছিল তুঙ্গে। একে একে বারাতের সমস্ত আয়োজনই চোখে পড়ে প্রাসাদের বাইরে। এরপর থেকেই একে একে ছবি ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ার পাতায়। নিজেরাই শেয়ার করেন বিয়ের ভিডিয়ো।

Next Article