Aishwarya Controversy: কত কোটি টাকার জন্য পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন ঐশ্বর্য? একরাতের দর শুনলে চমকে যাবেন

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Feb 16, 2023 | 7:50 AM

Gossip: ঐশ্বর্য রাই বচ্চনের নাম এমন বেশকিছু খবরও ছড়িয়ে পড়তে দেখা যায়, যা নিয়ে রীতিমত জলঘোলাও হয়। তেমনই এক খবর ছিল তাঁর পাকিস্তান সফর।

Aishwarya Controversy: কত কোটি টাকার জন্য পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন ঐশ্বর্য? একরাতের দর শুনলে চমকে যাবেন

Follow Us

ঐশ্বর্য রাই বচ্চন, বিটাউনের অন্যতম সুন্দরী অভিনেত্রী। যাঁর সঙ্গে একবার সাক্ষাতের স্বপ্ন অনেকেই দেখেন। তবে সেই স্বপ্ন সত্যি হয় কতজনের। বচ্চন পরিবারের পুত্রবধূ একের পর এক পর্দায় হিট ছবি দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন প্রথম থেকেই। যদিও এখন পর্দায় তাঁর হাজিরা সেভাবে চোখে পড়ে না। তবে একটা সময় ছিল যখন একের পর এক খবরের শিরোনামে জায়গা করে নিতেন তিনি। প্রতিটা পদক্ষেপই ভাইরাল হতো তাঁর। যদিও ঐশ্বর্য রাই বচ্চনের জীবনে বিতর্কও কম নেই। সম্পর্ক থেকে শুরু করে সিনেদুনিয়ার গসিপে বারে বারে উঠে এসেছে তাঁর নাম। তেমনই এক ঘটনায় নাম জড়িয়েছিল ২০০৮ সালে বচ্চন বধূর।

ঐশ্বর্য রাই বচ্চনের নাম এমন বেশকিছু খবরও ছড়িয়ে পড়তে দেখা যায়, যা নিয়ে রীতিমত জলঘোলাও হয়। তেমনই এক খবর ছিল তাঁর পাকিস্তান সফর। একরাতের জন্য ডাক পেয়ে পাকিস্তানে ছুটেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। কইমই-এ প্রকাশিত খবর অনুযায়ী, ২০০৮ সালে তৎকালিন পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ জ়ারদারি তাঁকে ডেকে পাঠিয়েছিলেন ব্যক্তিগত একটা অনুষ্ঠানের জন্য। তিনি বরাবরই ঐশ্বর্য রাই বচ্চনের ভীষণ ভক্ত। সেই সূত্রেই এই আমন্ত্রণ।

তবে চর্চায় উঠে আসে এই খবরের অন্য একটি দিক। ঐশ্বর্য রাই বচ্চন নাকি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রীতিমত মোটা অঙ্কের টাকা নিয়েছিলেন। মোট ১০ কোটি টাকা দিতে হয়েছিল ঐশ্বর্যকে একরাত পাওয়ার জন্য। এরপর থেকেই এই খবর ঐশ্বর্য রাই বচ্চনের জীবনে ঝড় তোলে। রাতারাতি ভাইরাল হয়ে যায় এই খবর নেটদুনিয়ার পাতায়। যদিও ঐশ্বর্য রাই বচ্চন এই প্রসঙ্গে সেভাবে মুখ খোলেননি কোনওদিনই। আশ্বর্য রাই বচ্চনের ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। গোটা বিশ্বজুড়ে তাঁর ভক্তের সংখ্যা রয়েছে। ফলে বহিশেষ আমন্ত্রণ ফেলতে পারেননি তিনি। যদিও বিতর্ক এড়ানো সম্ভব হয়নি তাঁর পক্ষে।

Next Article