মহারাষ্ট্র জুড়ে লকডাউন। বলিউডেও শুটিং বন্ধ। তবে মন দেওয়া নেওয়ায় তো লকডাউন নেই। বি টাউনের দেওয়ালে কান পাতলেই শোনা যাচ্ছে ‘নয়া নয়া প্যায়ার’-এর কথা । নতুন লাভ বার্ডস তৃপ্তি দিমরি ও কর্ণেশ শর্মা। কর্ণেশ আর কেউ নন, অনুষ্কা শর্মার ভাই এবং বলিউডের উঠতি প্রযোজক। দিদির সঙ্গে ‘এন এইচ টেন’, ‘ফিলৌউরি’, ‘পরি’, ‘পাতাল লোক’ ও ‘বুলবুল’-এর মতো ছবির প্রযোজনা করে যিনি ইতিমধ্যে বলিউডের পরিচিত মুখ। ঘনিষ্ঠদের মতে, ছবির সেটেই ‘বুলবুল সাইক্লোন’ প্রথম আছড়ে পড়েছিল।
নিজের ছবি নিয়ে প্রথম থেকেই স্পর্শকাতর কর্ণেশ। ‘বুলবুল’-এর সেটে দিদি অনুষ্কা না থাকলেও নিয়মিত যাতায়াত ছিল তাঁর। সেখানেই ‘বুলবুল’ তৃপ্তির সঙ্গে প্রথম পরিচয়। সেটে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শীদের দাবি, ‘বুলবুল’-এর সুরের নেশায় তখন থেকেই বুঁদ ছিলেন প্রযোজক । ছবির প্রমোশনেও দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছে। ছবি রিলিজের পরও মধু যামিনীতে দু’জনে দেখা করেছেন বারবার । প্রথম পছন্দ, ‘পহেলা পহেলা প্যায়ার’-এ বদলাতে সময় লাগেনি। সাম্প্রতিক কালে নাকি দু’জনেই ঘনিষ্ঠদের সামনে প্রকাশ্যে আসছেন, ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন। তাই গুঞ্জন এখন চরমে। অনুষ্কা শর্মা কিছুদিন আগে ইনস্টাস্টোরিতে মেজর মিসিং লিখে দু’জনের ছবি পোস্ট করে তাদেরকে ট্যাগ করার পর নিন্দুকরা বলছেন সম্পর্কে নাকি সায় আছে অনুষ্কারও! এদিকে কর্ণেশ ও তৃপ্তি এ ব্যাপারে মুখে কুলুপ এঁটে বসে আছেন।
‘নেটফ্লিক্স’-এর নতুন ছবি ‘কালা’তে অভিনয় করছেন তৃপ্তি দিমরি। এই ছবিতেই তৃপ্তির বিপরীতে ডেবিউ করছেন ইরফান খান পুত্র বাবিল। ‘কালা’র প্রযোজনাতেও অনুষ্কা ও কর্ণেশ-এর প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’। ২০১৭ সালে ‘পোস্টার বয়েজ’-এ ডেবিউ, তারপর ২০১৮-য় ‘লয়লা মজনু’তে অভিনয় করলেও ২০২০-র ‘বুলবুল’-এর পরই নজর কাড়েন তৃপ্তি। ইশান খট্টরের বিপরীতে ধর্মা প্রোডাকশনস-এর নতুন ছবি ও সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। রণবীর কাপুর ও পরিণীতি চোপড়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তৃপ্তি । কার্তিক আরিয়ানের সঙ্গেও একটি ছবিতে কাজ করতে পারেন সদ্য পা জমাতে শুরু করেছেন বলিউডে । তাই কি প্রেমের ইনিংস এর খবরটা পাঁচকান করতে চান না তৃপ্তি দিমরি? কর্ণেশও চাইছেন তাঁর ছবি নিয়েই শিরোনাম হোক, ব্যক্তিগত জীবন নিয়ে নয়। খুল্লমখুল্লা নয় চুপকে চুপকে প্রেমেই বিশ্বাসী দু’জনে।
আরও পড়ুন, বন্ধু, প্রযোজক রায়ানের মৃত্যুতে ভেঙে পড়েছেন আলিয়া, দিয়া