AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raj Kundra: বিবাহ বিচ্ছেদ হচ্ছে শিল্পা শেট্টির… রাত ১২টায় সেই কথারই আভাস দিলেন রাজ কুন্দ্রা

Shilpa Shetty: তাঁর জেল জীবনের ঘটনা এবং অভিজ্ঞতাকে কেন্দ্র করে রাজ তৈরি করেছেন একটি ছবি। সেই ছবির নাম 'ইউটি ৬৯'। সেই ছবিরই ট্রেলার প্রকাশ পেয়েছে এবার। এবং সেই ছবির প্রচার নিয়ে মারাত্মক ব্যস্ত ব্যবসায়ী। মাঝরাতে 'বিচ্ছেদ' টুইটটিকে নিছক সস্তা প্রচার কৌশল বলেই রাজকে তীব্র কটাক্ষ করছে নিন্দুকেরা।

Raj Kundra: বিবাহ বিচ্ছেদ হচ্ছে শিল্পা শেট্টির... রাত ১২টায় সেই কথারই আভাস দিলেন রাজ কুন্দ্রা
রাজের সঙ্গে শিল্পা।
| Edited By: | Updated on: Oct 20, 2023 | 8:03 PM
Share

ঘড়ির কাঁটায় তখন রাত ১২টা। হঠাৎই টুইট ভেসে এল রাজ কুন্দ্রার ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে। অত রাতে কী এমন লিখতে পারেন শিল্পা শেট্টির স্বামী? নিজের বিবাহবিচ্ছেদ নিয়ে পোস্ট করেন তিনি। এবং তা পোস্ট করার পরপরই তুমুল ট্রোলের শিকার হন তারকা-পতি। শিল্পার সঙ্গে তাঁর ছাড়াছাড়ির পোস্ট অনেককেই অবাক করে। কারণ, এই পোস্ট মিথ্যা ছাড়া কিছুই নয়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রাজ কুন্দ্রার বায়োপিক ‘ইউটি ৬৯’। সেই বায়োপিকে নিজেই অভিনয় করেছেন রাজ।

২০২১ সালের জুলাই মাসে হঠাৎই তাঁর মুম্বইয়ের বাড়ি থেকে পুলিশ এসে তুলে নিয়ে যায় রাজ কুন্দ্রাকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি করে তা মোটা অর্থে একটি অ্যাপ কোম্পানিকে বিক্রি করতেন রাজ। তিনিই নাকি ছিলেন মূল ষড়যন্ত্রী। মুম্বইয়ের আর্থার রোডের জেলে দু’মাস কাটিয়েছিলেন রাজ। তারপর তাঁকে ছাড়া হয় সেপ্টেম্বর মাসে। বাড়ি ফেরার পর থেকে মুখে উদ্ভুত দেখতে মাস্ক পরে বের হতেন রাজ।

তাঁর জেল জীবনের ঘটনা এবং অভিজ্ঞতাকে কেন্দ্র করে রাজ তৈরি করেছেন একটি ছবি। সেই ছবির নাম ‘ইউটি ৬৯’। সেই ছবিরই ট্রেলার প্রকাশ পেয়েছে এবার। এবং সেই ছবির প্রচার নিয়ে মারাত্মক ব্যস্ত ব্যবসায়ী। মাঝরাতে ‘বিচ্ছেদ’ টুইটটিকে নিছক সস্তা প্রচার কৌশল বলেই রাজকে তীব্র কটাক্ষ করছে নিন্দুকেরা।