AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Film Announcement: এই প্রথম পর্দায় রোম্যান্স নোরা ও জনের, কোন ছবি, কবে মুক্তি?

Nora-John: সব কিছু পরিকল্পনা মতো চললে, ২০২৩ সালের শুরুতেই শুটিং শুরু করবে এই ছবি। ২০২৩ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

Film Announcement: এই প্রথম পর্দায় রোম্যান্স নোরা ও জনের, কোন ছবি, কবে মুক্তি?
জন আব্রাহাম ও নোরা ফতেহি।
| Edited By: | Updated on: Aug 29, 2022 | 8:00 PM
Share

অপেক্ষার অবসান। শেষমেশ পাওয়া গিয়েছে দু’জনের ডেট। নোরা ফতেহি ও জন আব্রাহাম। তাঁদের এবার পাওয়া যাবে একসঙ্গে। থুড়ি, এবার তাঁদের দেখা যাবে একই ছবিতে, একে-অপরের বিপরীতে। সাজিদ খানের এই ছবিতে নায়ক-নায়িকা হয়ে জুটি বাঁধছেন হ্যান্ডসম হাঙ্ক জন ও সুন্দরী নোরাকে। সিনেমায় তাঁর আগমনের পর থেকেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন নোরা। বিভিন্ন সময় বিভিন্নভাবে তাঁকে দেখা গিয়েছে পর্দায়। কখনও অভিনয় করেছেন, কখন আইটেম গানের সঙ্গে নেচেছেন। নাচের রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনেও বসতে দেখা গিয়েছেন নোরাকে। অনেকে মনে করেন, নোরা আন্তর্জাতিক মানের পারফর্মার। পরবর্তীকালে তিনি কোন ছবিতে, কার বিপরীতে কাজ করবেন, সেদিকে অনেকেরই নজর ছিল।

অন্যদিকে জন আব্রাহাম যেমনই হট এবং রোম্যান্টিক; তেমনই তিনি অ্যাকশনে দুর্দান্ত। এ সব বিচার করে দেখতে গেলে জন এবং নোরার এই জুটি ইউনিক। তবে কেবল নোরা ও জন নন। এই ছবিতে অন্য দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ঋতেশ দেশমুখ ও শেহনাজ় গিল। ছবিটি প্রযোজনা করছেন ভূষণ কুমার ও অমর বাটালা।

এটি একটি পরিবার ধর্মী ছবি। ফ্যামিলি ড্রামা বলা ভাল। যাতে রয়েছে ১০০ শতাংশ আনন্দ ও হাসি। এবং এই ছবিতেই নোরা ও জনকে জুটি হিসেবে প্রথমবারের জন্য দেখবেন দর্শক। বিয়ের প্রেক্ষাপটকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। সব কিছু পরিকল্পনা মতো চললে, ২০২৩ সালের শুরুতেই শুটিং শুরু করবে এই ছবি। ২০২৩ সালের দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।