রাজকে ছাড়া মেয়ের জন্মদিন, দেখুন মন্দিরার শেয়ার করা ছবি

Mandira Bedi: রাজের অপূর্ণ সব দায়িত্বই এখন মন্দিরার কাঁধে। ঠিক এক বছর আগে তারাকে দত্তক নিয়েছিলেন রাজ-মন্দিরা।

রাজকে ছাড়া মেয়ের জন্মদিন, দেখুন মন্দিরার শেয়ার করা ছবি
তারার সঙ্গে মন্দিরা। ছবি: ইনস্টাগ্রাম তেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 29, 2021 | 1:38 PM

কন্যা সন্তান তারার পাঁচ বছরের জন্মদিন। অনেক বড় করে সেলিব্রেশনের পরিকল্পনা করেছিলেন মন্দিরা বেদী। কিন্তু রাজ কৌশলের অকাল প্রয়াণ বিপর্যস্ত করে দিয়েছে গোটা পরিবারকে। ফলে পরিকল্পনা অনুযায়ী আয়োজন সম্ভব হয়নি। কিন্তু ছোট করে হলেও বাড়িতেই সেলিব্রেশনের ব্যবস্থা করেছিলেন মন্দিরা।

রাজের অপূর্ণ সব দায়িত্বই এখন মন্দিরার কাঁধে। ঠিক এক বছর আগে তারাকে দত্তক নিয়েছিলেন রাজ-মন্দিরা। যে দিন মেয়েকে বাড়ি নিয়ে গিয়েছিলেন, সে দিনটাকেই তারার জন্মদিন হিসেবে সেলিব্রেট করতে চেয়েছিলেন। সেই অর্থে বাড়িতে মেয়ের প্রথম জন্মদিন যাতে কোনও ভাবে মিস না হয়, মেয়ের যাতে মন খারাপ না হয়, তার জন্য আয়োজন করেছিলেন মন্দিরা। বোনের জন্মদিনে মন্দিরার ছেলে বীরও এনজয় করেছে। সে সব ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন মন্দিরা।

এ এক নতুন জীবন। আবার নতুন করে শুরু। সবটা প্রথম থেকে শুরু করার সময়। সবটা নতুন করে সাজিয়ে নেওয়ার সময়। ঠিক এমনই মনোভাব অভিনেত্রী তথা সঞ্চালিকা মন্দিরা বেদীর। স্বামী রাজ কুশলের প্রয়াণের পর নিজেকে সামলে নিতে কিছুটা সময় নিয়েছিলেন মন্দিরা। ধীরে ধীরে কাজের জীবনে ফিরছেন তিনি।

Mandira-Bedi

মন্দিরা এই সব ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

হার্ট অ্যাটাকে মাত্র ৪৯ বছর বয়সে প্রয়াত হন রাজ। স্বামীর শেষকৃত্য একা হাতে সামলেছেন মন্দিরা। মন্দিরাকে যাঁরা ঘনিষ্ঠ ভাবে চেনেন, তাঁরা দাবি করেন, মন্দিরা নাকি মানসিক ভাবে অত্যন্ত দৃঢ়চেতা। রাজকে হারানোর পর দুই সন্তান নিয়ে এখনও স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন। এখনও পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি। তিনি অনুরাদীদের সঙ্গে যেটুকু যোগাযোগ, তাও সোশ্যাল মিডিয়ায় মাধ্যমেই বজায় রাখছেন মন্দিরা। এই পরিস্থিতিতে গোটা পরিবারের দায়িত্ব তাঁর। তাই তাঁকে তো শক্ত থাকতেই হবে।

রাজের আচমকা প্রয়াণ মন্দিরাকে স্তব্ধ করে দিয়েছিল। ২৫ বছরের পরিচিতি এবং ২৩ বছরের দাম্পত্য এক মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। নিজের ইমোশন লুকিয়ে রাখেননি। কেঁদেছেন। কষ্ট পেয়েছেন। রাজকে মিস করেছেন। পাশাপাশি দুই সন্তান, বীর এবং তারাকে সামলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। তারার জন্মদিন, মন্দিরার কাছে আনন্দের দিন। উৎসব পালনের দিন। কিন্তু রাজকে ছাড়াই সেলিব্রেট করতে বাধ্য হলেন তিনি।

আরও পড়ুন, ‘এই পথ যদি না শেষ হয়’-এর নতুন সাফল্য, কী বললেন অন্বেষা?