রাজের প্রয়াণের পর মন্দিরার জীবনে নিয়ন্ত্রক কে?
Mandira Bedi: বর্তমানে বাঁচার চেষ্টা করছেন মন্দিরা। অতীত ভুলে, ভবিষ্যতের চিন্তা না করে শুধুমাত্র বর্তমান সময়টুকুকে আঁকড়ে ধরতে চাইছেন।
বয়সের তুলনায় হঠাৎ করেই অনেকটা বড় হয়ে গিয়েছে বীর। বীর অর্থাৎ মন্দিরা বেদী এবং রাজ কুশলের পুত্র সন্তান। কয়েক মাস আগে বাবার আচমকা মৃত্যুর অভিঘাত এখনও সামলাতে পারেনি ছোট্ট বীর। কিন্তু এটুকু বুঝেছে, সে কষ্ট পেলে কষ্ট পাচ্ছে মাও। তাই মাকে আগলে রাখার দায়িত্ব যেন এই বয়সেই নিয়েছে ছোট ছেলেটি। মাকে আদরে, শাসনে ভাল রাখার চেষ্টা করছে সে।
সদ্য সোশ্যাল ওয়ালে ছেলের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন মন্দিরা। তিনি লিখেছেন, এই ছেলেটির কথা আমি জানি, যে আমার পৃথিবী শাসন করছে। আসলে মাকে আঁকড়েই এখন বড় হতে হবে বীরকে। আবার মন্দিরাও দুই সন্তানের দিকে তাকিয়েই বেঁচে থাকার নতুন মানে খুঁজে নেওয়ার চেষ্টা করছেন।
দিন কয়েক আগে মন্দিরা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আবার স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে। মানসিক ভাবে, শারীরিক দিক থেকে এবং আবেগের দিক থেকে সময় লাগবে অনেকটা। কিন্তু প্রতিদিন আমি কোনও একটা লক্ষ্য নিয়ে ঘুম থেকে উঠি। যতটা সম্ভব পজিটিভ থাকার চেষ্টা করি। আর এই সব কিছুর মধ্যে আমি কৃতজ্ঞতা অভ্যেস করি। কারণ সব সময় কিছু না কিছুর প্রতি কৃতজ্ঞ হওয়ার কারণ থাকেই। সকলের দিনটা ভাল কাটুক।’
View this post on Instagram
বর্তমানে বাঁচার চেষ্টা করছেন মন্দিরা। অতীত ভুলে, ভবিষ্যতের চিন্তা না করে শুধুমাত্র বর্তমান সময়টুকুকে আঁকড়ে ধরতে চাইছেন। তিনি লিখেছিলেন, ‘… বর্তমান যেমনই হোক, তাতেই থাকার চেষ্টা করছি। বর্তমান মুহূর্ত, বর্তমান মানুষ, বর্তমান পরিস্থিতি…।’
কাজে ফিরতে পেরে জীবনের প্রতি কৃতজ্ঞ বোধ করেছেন মন্দিরা। দিন কয়েক আগে শুটিং সেট থেকে নিজের ছবি শেয়ার করে মন্দিরা লিখেছিলেন, ‘কাজে ফিরতে পেরে আমি কৃতজ্ঞ। আমার জীবনে যাঁরা রয়েছেন, তাঁদেরকে পেয়ে আমি স্নেহধন্য, কৃতজ্ঞ। সুস্থ এবং জীবিত আছি বলেও কৃতজ্ঞ আমি।’
মাত্র ৪৯ বছর বয়সে আচমকা রাজ কুশলের চলে যাওয়াটা মেনে নেওয়া মন্দিরা বেদীর পক্ষে সহজ ছিল না। রাজের প্রয়াণের এক মাস পর কিছুটা সামলে উঠেছেন ঠিকই। কিন্তু এখনও পরিস্থিতি তাঁর কাছে সহজ নয়। যে মন্দিরার সোশ্যাল ওয়াল ভরে থাকত হাসিখুশি ছবিতে, রাজের প্রয়াণের পর সেখানে বিষাদ নজরে পড়েছে সকলের। কিন্তু জীবনের কথা ভেবেই হাসতে হল মন্দিরাকে। ফিরতে হল পেশাদার জগতে। ‘সিআইডি’, ‘কিউকি সাস ভি কভি বহু থি’, ‘শান্তি’-র মতো টেলিভিশনের বিভিন্ন ধারাবাহিকে মন্দিরার অভিনয় দেখেছেন দর্শক। ‘ফেম গুরুকূল’, ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এর মতো শো-এ সঞ্চালনার দায়িত্ব সামলেছেন। ব্যক্তি জীবনের বিপর্যয় কাটিয়ে কাজে ফিরেছেন। তাঁকে ফের দারুণ কিছু প্রজেক্টে দেখতে পাওয়ার আশা করছেন দর্শক।
আরও পড়ুন, ‘নানা রূপে মহামায়া’ ভিন্ন লুকে প্রকাশ্যে শুভশ্রী গঙ্গোপাধ্যায়