AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Today Live: নন্দীগ্রামে শুভেন্দুর সভার আগে তৃণমূলের সব পোস্টার ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

| Updated on: Jan 22, 2026 | 10:43 AM
Share

Breaking News in Bengali Live Updates: একদিকে যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায়-জেলায় জনসংযোগে নেমে পড়েছেন, তেমনই বাদ নেই বিজেপি। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থেকে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সকলেই যাচ্ছেন বিভিন্ন জায়গায়। দিচ্ছেন গরম গরম ডায়লগ। এই আবহের মধ্যে আবার বাংলার পরিযায়ী শ্রমিকদের একের পর এক মৃত্য়ুর খবর প্রকাশ্যে। নজর থাকবে সেই দিকে

West Bengal News Today Live: নন্দীগ্রামে শুভেন্দুর সভার আগে তৃণমূলের সব পোস্টার ছেড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
নন্দীগ্রামে ব্যানার-পোস্টার ছেড়া হয়েছেImage Credit: Tv9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 22 Jan 2026 10:43 AM (IST)

    বাসন্তীতে হ্যান্ডমাইক নিয়ে শুনানি কেন্দ্রে দাঁড়িয়েই ভোটারদের প্রভাবিত করছেন TMC নেতা

  • 22 Jan 2026 10:42 AM (IST)

    Sankar Ghosh: বিধায়ক তহবিল আটকে রাখার অভিযোগে ২৪ ঘণ্টার অনশনে BJP বিধায়ক শঙ্কর ঘোষ, রইল ভিডিয়ো

  • 22 Jan 2026 10:39 AM (IST)

    TMC and BJP: গ্রামে বিজেপি নেতা ঢুকলে তাড়িয়ে দেওয়ার নিদান

    1. গ্রামে বিজেপি নেতারা ঘোরাঘুরি করলে তাড়া করুন।দলীয় সভা থেকে কর্মীদের এই নির্দেশ দিলেন তৃণমূল জেলা সভাপতি মহুয়া গোপ।নেত্রীর এহেন মন্তব্য নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

      বুধবার ময়নাগুড়িতে বিজেপির পালটা সভা ছিল তৃণমূলের তরফে।

      সভায় অরুপ চক্রবর্তী, দেবাংশু ভট্টাচার্যর পাশাপাশি বক্তব্য রাখেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ।

      এদিন তাঁর পুরো বক্তব্যতেই SIR ইস্যুতে বিজেপিকে আদ্যপ্রান্ত আক্রমণ শানিয়েছেন।

      তিনি দলের মহিলা কর্মীদের উদ্দ্যেশ্য করে নির্দেশ দেন, “গ্রামে যদি বিজেপি নেতাদের ঘোরাঘুরি করতে দেখেন তবে গ্রাম থেকে তাদের তাড়া করে গ্রাম থেকে তাড়িয়ে দিন। কারণ এরা আপনাদের অধিকার কে খর্ব করতে এসেছে।”

      Bjp (29)

  • 22 Jan 2026 10:36 AM (IST)

    SIR: সেরা BLO প্রশংসাপত্র পেয়েও নিজের ও মায়ের শুনানি নোটিস

    সেরা BLO র প্রশংসাপত্র পেয়েও নিজেই নিজেকে শুনানির নোটিস দিলেন BLO।

    নিজের বৃদ্ধা মাকেও ধরালেন শুনানির নোটিস।

    বৃদ্ধা মা থেকে পরিবারের প্রশ্ন, প্রশাসনের থেকে প্রশংসাপত্র পেয়েও নিজেকেই কি নিজের শুনানি করতে হবে ?

    কাটোয়া-১ ব্লকের খাজুরডিহি পঞ্চায়েতের হরিপুর গ্রামের ঘটনা।

    Hearing

  • 22 Jan 2026 10:32 AM (IST)

    Migrant Workers death: দেশের বিভিন্ন প্রান্ত থেকে এল বাংলার পরিযায়ীদের মৃত্যুর খবর

    Migrant Worker Death (2)

    মৃত পরিযায়ী শ্রমিকরা

    কখনও চেন্নাই কখনও আবার হায়দরাবাদ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে বাংলার পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর খবর।

    বুধবার প্রথম মৃত্যুর খবর আসে দক্ষিণ ২৪ পরগনা থেকে। মৃতের নাম মঞ্জুর আলম লস্কর। তিনি দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার অন্তর্গত রঙ্গিলাবাদ গ্রাম পঞ্চায়েতের গড়খালি গ্রামের বাসিন্দা।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় ১০ বছর ধরে অন্ধ-প্রদেশে জরি কারখানায় কাজ করতেন মঞ্জুর। কুড়ি দিন আগে বাড়ি থেকে ঘুরে গিয়েছিলেন তিনি।

    তারপর আবার কাজে যোগ দিয়েছিলেন। মঙ্গলবার রাতে মৃত্যু হয় তাঁর।

    বিস্তারিত পড়ুন: Migrant Workers death: কোথাও খুন, কোথাও গলা কাটা দেহ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এল বাংলার পরিযায়ীদের মৃত্যুর খবর

  • 22 Jan 2026 10:31 AM (IST)

    পশ্চিমবঙ্গের জনবিন্যাসে পরিবর্তন নিয়ে গভীর চিন্তায় বিজেপি

    Bjp Nitin Nabin

    নতুন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

    1. পশ্চিমবঙ্গ, অসমের মতো রাজ্যে জনবিন্যাসের পরিবর্তন ভাবাচ্ছে বিজেপি(BJP)-কে।
    2. সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংগঠনিক বৈঠকেই ইঙ্গিত স্পষ্ট করে দিলেন নীতিন নবীন।
    3. সূত্রের খবর, বৈঠকে নতুন সর্বভারতীয় সভাপতি নীতিন বলেছেন যে জনবিন্যাসের পরিবর্তন বদলে দিচ্ছে রাজনৈতিক সমীকরণ। আর এই পরিবর্তন বিজেপির কাছে বাড়তি চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটেই পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এসআইআর নিয়ে প্রচার আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি।

      বিস্তারিত পড়ুন: BJP: পশ্চিমবঙ্গের জনবিন্যাসে পরিবর্তন নিয়ে গভীর চিন্তায় বিজেপি, কী ভাবছে তারা?

  • 22 Jan 2026 10:29 AM (IST)

    Nandigram: ছিঁড়ে ফেলা হয়েছে মুখ্যমন্ত্রীর পোস্টার

    1. নন্দীগ্রামে বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর কর্মসূচির আগেই রেয়াপাড়া বাস স্ট্যান্ডে তৃণমূল কংগ্রেসের হোডিং পোস্টার ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
    2. পোস্টের ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়।
    3. নিম্ন রুচির রাজনীতি বলে সরব শাসকদল তৃণমূল। থানায় অভিযোগের হুঁশিয়ারি।

ভোটের যত পারদ চড়ছে, ততই বাংলায় রাজনৈতিক নেতারা দৌড়চ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। একদিকে যেমন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায়-জেলায় জনসংযোগে নেমে পড়েছেন, তেমনই বাদ নেই বিজেপি। বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী থেকে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী সকলেই যাচ্ছেন বিভিন্ন জায়গায়। দিচ্ছেন গরম গরম ডায়লগ। এই আবহের মধ্যে আবার বাংলার পরিযায়ী শ্রমিকদের একের পর এক মৃত্য়ুর খবর প্রকাশ্যে। নজর থাকবে সেই দিকে

Published On - Jan 22,2026 10:27 AM

'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!