SSC Merit List: রাতে মেধাতালিকা বেরনোর সময় ছিল ০, সকাল হতেই কারও-কারও নামের পাশে বসল ৬-১০, হঠাৎ কীসের নম্বর দিল SSC?
Kolkata: বুধবার সন্ধে ৭টা ৪৫ মিনিট নাগাদ প্রকাশিত হয় এসএসসির প্যানেল। সেই সময় দেখা যায় বেশ কিছু প্রার্থীর অভিজ্ঞতার প্রাপ্ত নম্বর শূন্য। রাতারাতি সেখানেই বসানো হল ৬ বা ১০। কমিশনের যুক্তি, কয়েকজনের অভিজ্ঞতার নম্বর বসানো ছিল না, কিন্তু মোট প্রাপ্ত নম্বর ঠিক ছিল সেটাই ঠিক করা হয়েছে। কেন প্রথমেই ঠিক করা গেল না? উঠছে প্রশ্ন।

দেখে নিন কাদের নাম রয়েছে মেধাতালিকায় –
অপেক্ষায় কারা? রইল সেই তালিকাও –
বুধবার সন্ধে ৭টা ৪৫ মিনিট নাগাদ প্রকাশিত হয় এসএসসির প্যানেল। সেই সময় দেখা যায় বেশ কিছু প্রার্থীর অভিজ্ঞতার প্রাপ্ত নম্বর শূন্য। রাতারাতি সেখানেই বসানো হল ৬ বা ১০। কমিশনের যুক্তি, কয়েকজনের অভিজ্ঞতার নম্বর বসানো ছিল না, কিন্তু মোট প্রাপ্ত নম্বর ঠিক ছিল সেটাই ঠিক করা হয়েছে। কেন প্রথমেই ঠিক করা গেল না? উঠছে প্রশ্ন।
দুর্নীতির জন্য় ২০১৬ সালের ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছিল। এরপর সুপ্রিম কোর্টে নির্দেশ দেয় এসএসসিকে নতুন করে পরীক্ষা নিতে হবে। সেই মতো পরীক্ষা নেয় এসএসসি। একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মেধাতালিকা প্রকাশের জন্য় ২১ তারিখই ছিল এসএসসির নির্ধারিত ডেডলাইন। সেই সময় মেনেই তালিকা প্রকাশ করল কমিশন। এই মেধাতালিকার ক্ষেত্রে বিশেষভাবে নজর রয়েছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারদের উপর।
সম্প্রতি, এসএসসির প্রকাশিত ওয়েটিং লিস্ট নিয়ে কম জলঘোলা হয়নি। ২০২৫-এর এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন একদল চাকরিপ্রার্থী। যার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা সম্প্রতি ২০১৬ সালে নিয়োগপত্র না পাওয়া ওয়েটিং লিস্টে থাকা দাগি প্রার্থীদের নামের তালিকাও প্রকাশ করতে এসএসসিকে নির্দেশ দিয়েছিলেন। যাতে নতুন নিয়োগের প্রক্রিয়ায় একজনও দাগি না থাকতে পারেন। সেই নির্দেশ মেনে এসএসসি বুধবার শিক্ষাকর্মী ও নবম–দশমের শিক্ষক পদে ২০১৬ সালের ওয়েটিং লিস্টের দাগিদের তালিকা ওয়েবসাইটে আপলোড করে। সেই তালিকাতেই নাম ছিল নন্দীগ্রামের লক্ষ্মী তুঙ্গারের। এই লক্ষ্মীই ২০১৬ সালে নিয়োগের বৈধতা নিয়ে মামলা করেছিলেন। এবার দাগির তালিকায় তাঁর নাম থাকতেই শুরু হয়েছে বিতর্ক। এই বিতর্কের আবহের মধ্যেই গতকাল বেরল একাদশ-দ্বাদশের লিস্ট।
